Sourav-Sana: বিলেত পাড়ি সৌরভ কন্যার, ভর্তি হলেন লন্ডনের গ্লোবাল বিশ্ববিদ্যালয়ে

আজকাল ওয়েবডেস্ক:‌ মহারাজা এখন লন্ডনে।

সোশ্যাল মিডিয়ায় লন্ডনের ভোর বেলার মনোরম পরিবেশ আর গোধূলিতে সূর্য ডোবার মুহূর্তের ছবি পোস্ট করলেন সৌরভ গাঙ্গুলি। তবে কী কারণে ইংল্যান্ডে পাড়ি দিয়েছেন জানেন? মেয়ে সানা গাঙ্গুলি ভর্তি হলেন লন্ডনের গ্লোবাল বিশ্ববিদ্যালয়ে। মেয়ের এই সফরে পাশে থাকতে চান সৌরভ এবং ডোনা।

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি শ্বেতা, তবুও খোঁচা দিতে ছাড়লেন না প্রাক্তন স্বামী

লন্ডনের রাস্তায় ছবি তুলেন সৌরভ। ভোর এবং বিকেল বেলার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। সেই সময় শরীরচর্চায় বেরিয়েছিলেন তিনি। সকালের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'এর থেকে ভাল সকাল হতে পারে না। ঠান্ডা, তরতাজা, সুন্দর পরিবেশ।' আর পরের ছবিতে তিনি লিখেছেন, 'বিকেলে সূর্যাস্তের মুহূর্তটা অসাধারণ। আবহাওয়াও মনোরম।'

আকর্ষনীয় খবর