আজকাল ওয়েবডেস্ক: করোনা আবহে দীর্ঘদিন স্কুল বন্ধ।
বাকিদের অবস্থা ঢিলে ঢালা হলেও দশম এবং দ্বাদশের পরীক্ষায় ঢেলে দিতে চাইছে না কলকাতার একাধিক স্কুল কর্তৃপক্ষ। তাই এবার ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এবার অন্য চিন্তাভাবনা আনছে স্কুলগুলি। টেক্সট বই কতটা পড়েছে, এবং তারা কতটা বুঝেছে তা যাচাই করতে মাল্টিপল চয়েস কোশ্চেনস (MCQ) ফরম্যাটে পরীক্ষা নিতে পারে তারা।
ইতিমধ্যেই ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন-(ISC)এর কাউন্সিল ঘোষণা করেছে দুটি সেমিস্টারের পর যে পরীক্ষা হবে সেগুলি MCQ ফরম্যাটে অনলাইনে নেওয়া হবে। আর এই ঘোষণার পরেই দশম এবং দ্বাদশের একাধিক স্কুল এই ফরম্যাটে পরীক্ষা করতে চাইছে।
অনেক স্কুলেই মিড-টার্ম পরীক্ষা সেপ্টেম্বরে হয়ে থাকে। নভেম্বরে যাতে ওই পরীক্ষায় বসতে কোনও অসুবিধে না হয় তাই তার আগে সেপ্টেম্বরের পরীক্ষায় MCQ ফরম্যাটে পরীক্ষা নেবে স্কুলগুলি। এই সম্পর্কে কলকাতার একটি স্কুলের শিক্ষক জানান, ‘ এই পদ্ধতিতে পড়ুয়াদের শিখন ক্ষমতা বৃদ্ধি পায়। এই পশ্চিমবঙ্গের উত্তর প্রায় একই ধরনের হওয়ায় পড়ুয়ারা আগে থেকে টেক্সট বই খুঁটিয়ে পড়তে আগ্রহী হবে।’
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা