আজকাল ওয়েবডেস্ক: নজিরবিহীন মাধ্যমিকের ফল।
পাশের হার ১০০ শতাংশ। করোনা আবহে পরীক্ষা হয়নি। তবে যে সকল পড়ুয়া আবেদন করেছিল অর্থাৎ ১০ লক্ষ ৭৯ হাজার ৭৫০ জন, তারা সকলেই পাস করেছে। এমনকী, ৯০ শতাংশ পড়ুয়া ফার্স্ট ডিভিশন পেয়েছে, অর্থাৎ প্রায় সাড়ে ৯ লক্ষ পরীক্ষার্থী ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছে।
নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণির অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে এবছরের মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হয়েছে। তবে শিক্ষাবিদদের কপালে চিন্তার ভাঁজ। অভিযোগ এটা আসলে স্কুলের নম্বর সিন্ডিকেটের প্রতিফলন। একাদশ শ্রেণিতে ভর্তি হতে সমস্যা হতে পারে। আসন সংখ্যার চেয়ে এবছরের মাধ্যমিকের পাশের সংখ্যা অনেকটাই বেশি হওয়ায় স্কুলে স্কুলে ভর্তির সমস্যা হবে। এমনকী, পরবর্তী ক্ষেত্রে দু’বছর পর উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা বাড়তে পারে। এরপর কলেজে ভর্তির সময়ও আবেদনকারীর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ, এর প্রভাব বেশ কয়েক বছর থাকবে বলেই মত শিক্ষাবিদদের।
Sudipta Sen: ‘টাকা নিয়েছেন’, শুভেন্দুর বিরুদ্ধে এবার ‘ব্ল্যাকমেলের’ অভিযোগ আনলেন সুদীপ্ত সেন
Roddur Roy: কী কাণ্ড! কলকাতার পুজোয় এবার মহিষাসুরের জায়গায় রোদ্দুর রায়, মূর্তি গড়ার প্রস্তুতিও শুরু!
Patient Stuck in Carnish: হাসপাতালের কার্নিশ থেকে হাত ফসকে পড়ে গেলেন মানসিক রোগী! চাঞ্চল্য মল্লিকবাজারে
ছোট্ট গ্যারাজে পথচলা শুরু টেকনো ইন্ডিয়ার, ২৫ বছরে স্বপ্নের স্বপ্নপূরণ নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের