আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে করোনা সংক্রমণের হার বাড়তেই, কোভিড পজিটিভ তারকাদের তালিকাও ক্রমশ লম্বা হচ্ছে।
রবিবার কোভিড পজিটিভ রিপোর্ট আসে অভিনেত্রী পার্নো মিত্রের। শরীরে রয়েছে মৃদু উপসর্গ। চিকিৎসকের পরামর্শ মেনে বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন অভিনেত্রী। এই দুঃসংবাদ নিজেই জানিয়েছেন পার্নো। ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁর করোনা আক্রান্তের খবর শেয়ার করেন তিনি। প্রথমবার নয়, এই নিয়ে দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন পার্নো। একুশের বিধানসভা নির্বাচনের সময় নিজের নির্বাচনী কেন্দ্র বরাহনগর অঞ্চলে প্রচার করতে রোজ জনসমক্ষে আসতে হয়েছে তাঁকে। সেই সময় এপ্রিল মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন পার্নো। এবার নতুন বছরের শুরুতেই ফের ভাইরাসের সংক্রমণ ছড়ালো তাঁর শরীরে।
ইনস্টাগ্রামে পার্নো লিখেছেন, 'আপনাদের একটা জরুরি খবর দিতে চাই। আমি আবার কোভিড পজিটিভ। শরীরে মৃদু উপসর্গ রয়েছে। আপাতত নিভৃতবাসে রয়েছি। বিগত তিন দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের নিভৃতবাসে যাওয়ার এবং করোনা পরীক্ষা করানোর অনুরোধ করছি। নিজের খেয়াল রাখুন। দয়া করে সকলে সাবধানে থাকুন এবং মাস্ক পরুন।' নতুন বছরের প্রথম দিনেই সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলি এবং পরিচালক সৃজিত মুখার্জি টুইট করে জানান, তাঁরা করোনা পজিটিভ। মৃদু উপসর্গ নিয়ে বাড়িতেই ঘরবন্দি। এর আগে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর দিদি ও অভিনেত্রী চিত্রাঙ্গদা চক্রবর্তী করোনা আক্রান্ত হন। এর কারণে নিজের বিয়ে পিছিয়ে দেন তিনি। এবার সেই তালিকায় যুক্ত হল পার্নো মিত্রের নাম।
আরও পড়ুন: কড়া বিধি-নিষেধে দুশ্চিন্তার কালো মেঘ বইপাড়ায়, আদৌ বইমেলা হবে? কী বলছেন গিল্ডকর্তা
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান