আজকাল ওয়েবডেস্ক: ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (এনটিপিসি)-তে চাকরির সুযোগ।
১৫টি উচ্চপদস্থ পদে সুযোগ্য প্রার্থী খুঁজছে ভারতের সর্ববৃহৎ পাওয়ার ইউটিলিটি। careers.ntpc.co.in-এ লগইন করে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে। আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর। রইল বিস্তারিত তথ্য।
পদ ও শূন্যপদ:
এক্সিকিউটিভ (হাইড্রো) মেকানিক্যাল: ১০
এক্সিকিউটিভ (হাইড্রো) সিভিল: ১০
বয়সসীমা: দুই পদের জন্যই সর্বাধিক বয়স ৩৫ বছর।
বেতন: মাসিক ৬০,০০০ টাকা। এছাড়াও হাউস রেন্ট অ্যালাওয়েন্স, মেডিক্যাল সুবিধা ইত্যাদি দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা:
এক্সিকিউটিভ (হাইড্রো) মেকানিক্যাল: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ব্যাচেলার অথবা বিটেক। ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।
এক্সিকিউটিভ (হাইড্রো) সিভিল: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ব্যাচেলার অথবা বিটেক। এক্ষেত্রেও ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে।
অভিজ্ঞতা:
এক্সিকিউটিভ (হাইড্রো) মেকানিক্যাল: হাইড্রো পাওয়ার প্রোজেক্ট/স্টেশনের নির্মাণ/ নির্মাণ-এ ১ বছরের অভিজ্ঞতা।
এক্সিকিউটিভ (হাইড্রো) সিভিল: হাইড্রো পাওয়ার প্রোজেক্ট/স্টেশনের নির্মাণ/ নির্মাণ-এ ১ বছরের অভিজ্ঞতা।
আরও পড়ুন: সম্পূর্ণ বিনামূল্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের প্রশিক্ষণ দেবে টেকনো ইন্টারন্যাশনাল