আজকাল ওয়েবডেস্ক: দুর্ঘটনার কবলে অভিনেতা হেমন্ত বিরজে ও তাঁর স্ত্রী।
মুম্বই-পুণে হাইওয়েতে গাড়ি দুর্ঘটনায় চোট পেয়েছেন তাঁরা। মঙ্গলবার রাত ৮টা নাগাদ হাইওয়েতে ডিভাইডারে গিয়ে ধাক্কা লাগে তাঁর গাড়ির। গাড়ির মধ্যে তিনি এবং স্ত্রী ছাড়াও ছিল তাঁর একমাত্র কন্যা সন্তান। স্ত্রী সহ হেমন্ত আহত হলেও গায়ে কোনও আঘাত পায়নি তাঁর মেয়ে। বর্তমানে দম্পতি ভর্তি হাসপাতালে।
সূত্রের খবর, পাওয়ানা হাসপাতালে হেমন্ত ও তাঁর স্ত্রীর চিকিৎসা চলছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিরগাঁও থানার পুলিশ। থানার আধিকারিক সত্যবাণ মানে জানান, দুর্ঘটনায় আহত হলেও শরীরে গুরুতর আঘাত পাননি কেউ। বর্তমানে হাসপাতালেই তাঁদের চিকিৎসা চলছে। আপাতত স্থিতিশীল দুজনেই।
বলিউড ছাড়াও মালয়ালম এবং তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। ১৯৮৫ সালে প্রথম অভিনয় হিন্দি ছবিতে। 'টারজান' ছবিতে মূখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন হেমন্ত বিরজে। আস্তে আস্তে তাঁর অভিনয়ের সুখ্যাতি ছড়িয়ে পড়ে দেশের সর্বত্র। পরবর্তীকালে অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে একাধিক ছবিতে তাঁকে দেখা গিয়েছে। ২০০৫ সালে সলমন খানের 'গর্ব: প্রাইড অ্যান্ড অনর' ছবিতে দেখা গিয়েছিল তাঁকে।
Police: বয়স্কদের সঙ্গে ভাব জমিয়ে প্রতারণা! নতুন চক্র ধরল কলকাতা পুলিশ
SSC Scam: ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ পার্থ, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মামলা থেকে সরলেন দুই বিচারপতি
SSC: রক্ষাকবচ দিল না হাইকোর্ট, পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে পারবে সিবিআই
East West Metro: বন্ধ হয়ে গেল ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ, কেন?