আজকাল ওয়েবডেস্ক: অনলাইনে শপিং করেন? এবার আরও সহজ হতে চলেছে আপনার কেনাকাটা।
Amazon, Flipkart, Myntra, BigBasket, Grofers, Jiomart-সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্ম থেকে এবার থেকে শপিং করতে গেলে দিতে হবে না ১৬ সংখ্যার কার্ড নম্বর ও কার্ডের মেয়াদ শেষ হওয়ার তারিখ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) এবার থেকে ‘টোকেনাইজেশন’ নামের একটি নতুন পদ্ধতি চালু করছে। যেখানে দ্রুত অর্থপ্রদান করা সম্ভব। যার ফলে কমবে প্রতারণার ভয়।
কী সেই টোকেনাইজেশন?
টোকেনাইজেশন একটি পদ্ধতি যা একটি টোকেনের সাহায্যে কার্ডের তথ্য অদলবদল করে। কেনাকাটার সময়ে থার্ড পার্টি অ্যাপকে গ্রাহকরা ডেবিট বা ক্রেডিট কার্ডের বিস্তারিত তথ্য দেওয়ার বদলে এই বিকল্প কোড দেবেন। এই কোডটাই হল টোকেন। ব্যাঙ্কের পক্ষ থেকেই গ্রাহকদের সেই টোকেন দেওয়া হবে। প্রতিটি কার্ডের বিকল্প হিসেবে আলাদা আলাদা টোকেন দেওয়া হবে। যা দিয়ে কেনাকাটা করা যাবে কিন্তু বিক্রেতা সংস্থা কার্ডের কোনও তথ্য পাবে না বা সংরক্ষণ করতে পারবে না। এর ফলে ডেটা চুরির সম্ভাবনা অনেকটাই কমে যায়। ফলে অনেকটাই সুরক্ষিত থাকবে গ্রাহকের অ্যাকাউন্ট। আগামী ১ জানুয়ারি থেকে কোনও সংস্থাই গ্রাহকের কার্ডের বিবরণ নিজেদের কাছে সংরক্ষণ করে রাখতে পারবে না। আর তার ফলেই এই ব্যবস্থা চালু হতে চলেছে।
আরও পড়ুন: পুরভোটে ভরাডুবির পর বড়দিনের আগে নতুন রাজ্য কমিটি বিজেপির! দিল্লি গেলেন সুকান্ত
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান