আজকাল ওয়েবডেস্ক: অবশেষে কি করোনার ধাক্কা কাটিয়ে উঠল শেয়ার বাজার! বৃহস্পতিবার সকালে সেনসেক্স পেরিয়ে গেল ৫০ হাজারের অঙ্ক। ৩৩৫ পয়েন্ট উঠে এদিন দাঁড়াল ৫০,১২৬.৭৩–তে। নিফটিও পেরলো ১৪,৭০০–র সূচক। স্বাভাবিকভাবেই এতে খুশি লগ্নিকারীরা।
সেনসেক্সের এই উচ্চতায় পৌঁছোর পিছনে মুখ্য ভূমিকা নিয়ে রিলায়েন্স। ফিউচার গ্রুপের রিটেল সম্পত্তি কিনতে ২৪,৭১৩ কোটি টাকার চুক্তি করে মুকেশ আম্বানির সংস্থা। তাতে ছাড়পত্র দিয়েছে সেবি। এর পরেই রিলায়েন্সের সঙ্গে শেয়ার বাজারেরও উত্থান।
তবে এমন যে হবে, তার ইঙ্গিত মিলেছে আগেই। গত কয়েক সপ্তাহ ধরে শেয়ার বাজারে তেজি ভাব লক্ষ্য করা গেছে। লকডাউন কাটিয়ে স্বাভাবিক হচ্ছিল শেয়ার বাজার। দেশে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে। তার ওপর শনিবার থেকে দেশে শুরু হয়েছে টিকাকরণ। এ সবের মিলিত প্রভাবই পড়েছে শেয়ার বাজারে।
বুধবার আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ নেওয়ার পর তাতে আরও গতি আসে। বৃহস্পতিবার বাজার খুলতেই লাফ। এদিন বাজার খুলেছে ৫০,০৯৬ অঙ্কে।