আজকাল ওয়েবডেস্ক: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
আমানতকারীদের বিশেষ করে মধ্যবিত্তদের কাছে যা দারুণ স্বস্তির খবর। ২ বছরের বেশি মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ১০ থেকে ১৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। ১৫ ফেব্রুয়ারি থেকেই নয়া সুদের হার কার্যকর হয়েছে। এসবিআইয়ের তরফে বলা হয়েছে, ২ থেকে ৩ বছর মেয়াদি স্থায়ী আমানতে আগে সুদ দেওয়া হত ৫.১০ শতাংশ। এবার থেকে এই ধরনের ফিক্সড ডিপোজিটগুলিতে সুদ দেওয়া হবে ৫.২০ শতাংশ। দুই থেকে ৫ বছরের টার্ম ডিপোজিটে সুদের হার বাড়ানো হয়েছে ১৫ বেসিস পয়েন্ট। আগে এই ধরনের আমানতে সুদের হার ছিল ৫.৩০ শতাংশ। এবার তা বেড়ে হল ৫.৪৫ শতাংশ। ১০ বছরের বেশি আমানতের ক্ষেত্রে এই সুদের হার থাকছে ৫.৫০ শতাংশ। এদিকে, রিজার্ভ ব্যাঙ্কের এই নয়া সুদের হার শুধুমাত্র ২ কোটি টাকার কম ডিপোজিটের জন্য কার্যকর। ষাটোর্ধ্ব নাগরিকরা সব আমানতেই ৫০ বেসিস পয়েন্ট সুদ বেশি পাবেন। এটা ঘটনা, চলতি ত্রৈমাসিকেও রেপো রেট এবং রিভার্স রেপো রেট অপরিবর্তিত রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক। এই মুহূর্তে রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট চার শতাংশ এবং রিভার্স রেপো রেট আগের মতোই ৩.২৫ শতাংশ। পরপর বেশ কয়েকটি ত্রৈমাসিকে রেপো রেট না বাড়ায় এসবিআই ফিক্সড ডিপোজিটে সুদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: তৃণমূল নেতাকে খুনের চেষ্টা! উত্তপ্ত নৈহাটি