আজকাল ওয়েবডেস্ক: মধ্যবিত্ত বরাবরই কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু হতে পারে না। সারাজীবন কাজ করেও তা সম্ভব হয়ে ওঠে না। কারণ, এক, হিসেব–বহির্ভুত খরচ; দুই, ভুল জায়গায় বিনিয়োগ। ব্যাঙ্ক আর ডাকঘরে এখন সামান্যই সুদ মেলে। তাই সকলের নজর এখন মূলত Mutual Fund–এর দিকেই। কিন্তু এখানেও বেশ কয়েকটি দিক মাথায় রেখে Invest করতে হয়। এমন ঘটে থাকে, দিনে মাত্র ৩৩ টাকা বিনিয়োগ করে অনেকে কোটিপতি হয়ে যাচ্ছেন! কীভাবে জানেন? Equity Mutual Fund। দীর্ঘমেয়াদে এই জাতীয় তহবিলে বিনিয়োগ করলে মেয়াদ শেষে আপনি কোটি টাকা রোজগার করতে পারেন। অন্তত হিসেব তাই বলছে। এক্ষেত্রে বিনিয়োগের সবচেয়ে সহজ পদ্ধতি হল Systematic Investment Plan i.e. SIP। অর্থাৎ মাসে মাসে টাকা দিতে হবে আপনাকে।
ধরুন, যদি আপনার বয়স ২০ বছর। আপনি প্রতিদিন ৩৩ টাকা করে অর্থাৎ মাসে প্রায় ১০০০ টাকা বিনিয়োগ করলেই ৪০ বছর পর আপনি ১.১৮ কোটি টাকার মালিক হবেন। কারণ দীর্ঘমেয়াদের অধিকাংশ মিউচুয়াল ফান্ডই বছরে ১২% সুদ দেয়৷ সম্প্রতি দেখা গেছে, ২০ বছরে বেশ কিছু মিউচ্যুয়াল ফান্ড ইনভেস্টরদের ১২ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে৷