আজকাল ওয়েবডেস্ক: ২০২২-২৩ অর্থবর্ষের জন্য মঙ্গলবার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
মূলত দু’টি বিষয় নিয়ে সাধারণ মানুষের আগ্রহ থাকে থাকে এই বাজেটে। এক, আয়কর ছাড় ও অপরটি দ্রব্যের দামের হ্রাস-বৃদ্ধি। প্রথম বিষয়টি নিয়ে সকলেই জেনে গিয়েছেন যে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়নি। তবে অপরদিকে একাধিক দ্রব্যের দাম বাড়ছে ও কমছে। দেখে নেওয়া যাক কোন কোন দ্রব্য আরও মহার্ঘ হতে চলেছে আর কোন কোন দ্রব্যের দাম সস্তা হতে চলেছে আগামী দিনে।
দাম কমছে
• পোশাক
• জুতো
• মোবাইল ফোন, চার্জার
• হিরের গয়না
• পেট্রোলিয়াম জাতীয় পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় রাসায়নিক
• স্টিলের উপজাত দ্রব্য
• কৃষিজাত যন্ত্রপাতি
• চামড়াজাত দ্রব্য
• গ্রহরত্ন
• ইমিটেশন গয়না
দাম বাড়ছে
• বিদেশি ছাতা
• বিদেশ থেকে আমদানিকৃত যে কোনও পণ্য
• ইস্পাতজাত দ্রব্য-স্টিলের বাসন
প্রত্যক্ষভাবে বেশ কয়েকটি দ্রব্যের দাম কমার পাশাপাশি বেশ কয়েকটি ক্ষেত্রেও করছাড় দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বাজেটের যে গুরুত্বপূর্ণ ঘোষণা না জানলেই নয়