আজকাল ওয়েবডেস্ক: আগুনে আগুন! আজ থেকে দাম বাড়ল দেশলাইয়ের।
১৪ বছর পর বাক্স প্রতি দেশলাইয়ের দাম বাড়ছে। আজ থেকে এক টাকার বদলে দু’টাকা করে বিকোবে প্রতি বাক্স দেশলাই। সাধারণত নির্মাণ ব্যয় বৃদ্ধি এবং কাঁচামালের দাম বৃদ্ধির কারণেই দাম বাড়ানো হয়েছে বলে জানানো হয়েছে।
এরই পাশাপাশি আজ থেকে দাম বেড়েছে রান্নার গ্যাসেরও। যদিও বাণিজ্যিক গ্যাসের দামই শুধুমাত্র বেড়েছে। সিলিন্ডার প্রতি ১০৩ টাকা ৫০ পয়সা বেড়ে দাম হল ২ হাজার ১৭৭ টাকা। তবে গৃহস্থের কাজে ব্যবহৃত ১৪.২ কেজি সিলিন্ডারের দাম একই রয়েছে। অর্থাৎ, হেঁশেলে আগুন যেন তীব্র হয়ে গিয়েছে এই জোড়া দ্রব্যের দাম বৃদ্ধির ফলে।
আরও পড়ুন: ফটোশুটে স্পষ্ট সেক্সি ক্লিভেজ! মেদ নিয়েই ব্রাইডাল লেহেঙ্গায় তাক লাগালেন শ্রীলেখা
এরই পাশাপাশি আজ থেকে এসবিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ট্রানজাকশনের দাম বাড়ছে। এবার থেকে ইএমআই ট্রানজাকশনের জন্য ৯৯টাকা ও তার ওপর জিএসটি দিতে হবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দুঃসংবাদ রয়েছে। সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ২.৯০ শতাংশ থেকে কমিয়ে ২.৮০ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান