আজকাল ওয়েবডেস্ক: ইন্ডিয়ান অয়েলের অপরিশোধিত তেলবাহী একটি অতিকায় ট্যাঙ্কারে আগুন লাগল। ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কার রাজধানী কলোম্বোর পূর্ব উপকূলের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকাজে গিয়েছে নৌ সেনার একটি বিমান এবং দুটি জাহাজ। বৃহস্পতিবার এখবর জানালেন নৌ সেনার প্রতিনিধি তথা কমান্ডার রঞ্জিৎ রাজাপক্ষে।
নিউ ডায়মন্ড নামে ওই অতিকায় অপরিশোধিত তেলের ট্যাঙ্কারটি কুয়েতের মিনা আল আহমদি থেকে ওডিশার পারাদীপ বন্দরের দিকে যাচ্ছিল। ট্যাঙ্কারে ২,৭০,০০০ টন অপরিশোধিত তেল ছিল বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর। পারাদীপ বন্দরে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বা আইওসির সংশোধনাগারের দিন প্রতি ৩,০০,০০০ ব্যারেল তেল পরিশোধিত হয়। এব্যাপারে এখনও আইওসি বা কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। শ্রীলঙ্কার সমুদ্র সুরক্ষা কর্তৃপক্ষ বলেছে, ট্যাঙ্কার থেকে যেকোনও উপায়ে তেল লিক করা রুখতে চেষ্টা চালানো হচ্ছে। তবে সামুদ্রিক প্রাণীজগতের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছেন প্রাণীবিজ্ঞানীরা।