আজকাল ওয়েবডেস্ক: এখন জীবনের অঙ্গ হয়ে গিয়েছে আধার কার্ড।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে, গ্যাস সিলিন্ডারে ভর্তুকি পেতে, কিংবা প্রভিডেন্ট ফান্ডে, সব কিছুতেই এখন আধার কার্ড বাধ্যতামূলক। আধার কার্ড তৈরি হোক বা আধার কার্ডে কোনও সংশোধন, তা করাতে সকলকে যেতে হয় আধার পরিষেবা কেন্দ্রে। আর এই কেন্দ্রের চাহিদাও তুঙ্গে। আপনিও আধার পরিষেবা কেন্দ্র খুলতে পারেন। তা থেকে মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা আয়ও করতে পারবেন। বেশি বিনিয়োগের দরকার নেই। তবে এর জন্য বেশ কিছু শর্ত রয়েছে।
আরও পড়ুন: বাজেটের যে গুরুত্বপূর্ণ ঘোষণা না জানলেই নয়
কেন্দ্রের ফ্র্যাঞ্চাইজি লাইসেন্স পেতে কোনও ব্যক্তিকে UIDAI-এর পরীক্ষায় পাশ করতে হবে। সেই লাইসেন্স নিতে হলে প্রথমে NSEIT পোর্টালে যেতে হবে। সেখানে লগইন আইডি তৈরি করে আবেদনকারী পরীক্ষা কেন্দ্র বাছাই করতে পারবেন। তারপর পরীক্ষা দিয়ে পাশ করার পর সেই পাওয়া যাবে ফ্রাঞ্চাইজি লাইসেন্স। UIDAI-এর সার্টিফিকেট পাওয়ার পর আধার কার্ড ও বায়োমেট্রিক ভেরিফিকেশনের পর কমন সার্ভিস সেন্টার খোলার জন্য আবেদন করতে পারবেন। আধার কেন্দ্র খোলার জন্য একটি ঘর, দু’টি কম্পিউটার, ওয়েবক্যাম, চোখের স্ক্যানের জন্য আইরিস স্ক্যানার, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, চেয়ার-টেবিল লাগবে। এই কয়েকটি জিনিস কেনার খরচটুকুই শুধুমাত্র বহন করতে হবে। তা ছাড়া কোনও খরচ নেই।
আরও পড়ুন: মোবাইল থেকে হিরে, কোন কোন দ্রব্য সস্তা হচ্ছে? কীসের দামই বা বাড়ছে?
Fugitive: বাংলাদেশের ‘নীরব মোদি’ পিকে হালদারের বিপুল সম্পত্তির খোঁজ কলকাতার বুকে!
Roddur Roy: কবি মমতা ব্যানার্জির পুরস্কার নিয়ে অপমানজনক মন্তব্য! রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের
CID: কলকাতায় তিন ভুয়ো কলসেন্টারে হানা সিআইডির, গ্রেপ্তার ২০
Babul Supriyo: কাটল জটিলতা, জয়ের ২৫ দিন পর শপথ নিলেন বিধায়ক বাবুল