আজকাল ওয়েবডেস্ক: ফের খুশির খবর আসতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের।
আগামী বছর ১ জানুয়ারি থেকে বাড়তে চলেছে হাউজ রেন্ট অ্যালাওয়েন্স। দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল ৩১ শতাংশ। এরপর ফের বাড়ানো হতে পারে এইচআরএ। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। ইতিমধ্যেই ১১.৫৬ লক্ষ কর্মীদের এইচআরএ বাড়ানোর দাবি নিয়ে বিবেচনা করছে কেন্দ্রের অর্থমন্ত্রক। অনুমোদনের জন্য রেলওয়ে বোর্ডের কাছে পাঠানো হয়েছে এই প্রস্তাব। সেই প্রস্তাব অনুমোদন হলে জানুয়ারি থেকে বর্ধিত হারে মিলবে এই ভাতা।
আরও পড়ুন: ‘সংস্কার না হলে পশ্চিমবঙ্গে বিজেপির বিলুপ্তি অবশ্যম্ভাবী’, ফের বিস্ফোরক তথাগত
এক্স, ওয়াই, জেড ক্যাটাগরি শহরের ভিত্তিতে ভাতা দেওয়া হয়। এবার থেকে এক্স ক্যাটাগরি এলাকার আওতায় পড়া কর্মীদের মাসে ৫৪০০ টাকা, ওয়াই ক্লাস ক্যাটাগরির এলাকার কর্মীদের প্রতি মাসে ৩৬০০ টাকা ও জেড ক্যাটাগরি এলাকার কর্মীদের মাসে ১৮০০ টাকা এইচআরএ দেওয়া হবে। যার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের আরও কিছুটা বাড়তে চলেছে মোট বেতন।
Fugitive: বাংলাদেশের ‘নীরব মোদি’ পিকে হালদারের বিপুল সম্পত্তির খোঁজ কলকাতার বুকে!
Roddur Roy: কবি মমতা ব্যানার্জির পুরস্কার নিয়ে অপমানজনক মন্তব্য! রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের
Metro: ২০১৯ সালে চীন থেকে এসেছে ডালিয়ান রেক, কবে চলবে? কী বলছেন মেট্রো কর্তারা?
CID: কলকাতায় তিন ভুয়ো কলসেন্টারে হানা সিআইডির, গ্রেপ্তার ২০