EPFO: মধ্যবিত্তের মাথায় হাত!‌ E‌PF-‌এ কমল সুদের হার, ৪৪ বছরে সর্বনিম্ন!‌

আজকাল ওয়েবডেস্ক:‌ মধ্যবিত্তের জন্য দুঃসংবাদ।

২০২১-‌২২ অর্থবর্ষের জন্য সুদের হার কমাল E‌PFO। ৮.‌৫ শতাংশ থেকে কমিয়ে সুদের হার ৮‌‌.‌১ শতাংশ করা হল। যা ৪৪ বছরে সর্বনিম্ন।

কেন্দ্রের এই ঘোষণার পর অর্থনীতিবিদ অভিরূপ সরকার জানান, ‘‌এটা ঠিক নয়। এতে সাধারণ মানুষের অসুবিধে হবে। অন্যান্য দেশে সোশ্যাল সিকিউরিটি আছে, কিন্তু আমাদের দেশে নেই। সেই জন্য এই ইপিএফও বা এই ধরনের ফান্ডে তো একটু বেশি সুদ দিতেই হবে। নাহলে সাধারণ মানুষ যাবেন কোথায়?‌ এটা মারাত্মক পদক্ষেপ।’‌

অর্থনীতিবিদ শৈবাল কর বলেন, ‘‌এটা ভোট প্রতিক্রিয়া। রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট না কমানোয় এটা আশঙ্কা করাই হচ্ছিল। ইপিএফও কমানোয় ৫ কোটিরও বেশি মানুষ অসম্ভব অসুবিধায় পড়বেন। যাঁরা অবসর নিয়েছেন তাঁদের এটা সরাসরি প্রভাবিত করবে।’‌

আরও পড়ুন: বেসুরো কংগ্রেস!‌ ৫ রাজ্যে বিপর্যয়ের পরের দিনই আজাদের বাড়িতে বৈঠকে ‘‌বিক্ষুব্ধ’‌রা

কেন্দ্রের এই সিদ্ধান্তে কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, ‘‌এটা চার রাজ্যের ভোটের ফলের উপহার। বিজেপিকে জেতানোর উপহার। সর্বনাশা দৃষ্টিভঙ্গি। সবকিছুর দাম বাড়ছে। কেন্দ্র জনবিরোধী নীতি অব্যাহত রাখছে। যার ফলে দেশের মানুষ চরম সমস্যায় পড়ছেন।’‌ 

আকর্ষণীয় খবর