আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের প্রথম ব্যবসায়িক প্ল্যাটফর্ম ডেলা লিডার্স ক্লাব।
DLC হল উদ্যোক্তা, পেশাদার এবং তরুণ নেতাদের নিয়ে একটি সংগঠন যা বিশ্বকে ইতিবাচকভাবে প্রভাবিত করার জন্য মানুষকে একত্রিত করে। জীবনশৈলী, সামাজিক দায়বদ্ধতা ইত্যাদি নিয়ে বিশ্বজুড়ে এমন একটি ‘ইকোসিস্টেম’ চালু করা হবে যা বিশ্ব নেতাদের সহায়তা করবে এই সংগঠন। সারা বিশ্বের বিভিন্ন মেট্রো শহরগুলির পাশাপাশি এই শহরেও ২১ অক্টোবর কলকাতা চ্যাপ্টারের ভার্চুয়াল লঞ্চ হল। সেখানে উপস্থিত ছিলেন CREDAI-এর সভাপতি হর্ষবর্ধন পাটোদিয়া।
এই নিয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা জিমি মিস্ত্রি বলেন, ‘এক বছরের যাত্রাপথে সদস্য সংখ্যা ছাড়িয়েছে ২২৫০। যাঁদের মধ্যে অনেক বিশিষ্ট জন রয়েছেন যাঁরা তাঁদের ব্যক্তিগত কর্ম দক্ষতার মাধ্যমে অন্যদের সাহায্য চান৷ ৫ বছর এবং ৪ ধাপে ১২০ টি অধ্যায় স্থাপন করতে প্রস্তুত। কলকাতা-সহ প্রতিটি চ্যাপ্টারে আমাদের ২৬টি ডোমেন কমিটি থেকে আমাদের অন্তত ৪টি এইচসিএম রয়েছে।’
আরও পড়ুন: ৭০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলার যৌক্তিকতা কতটুকু?
DLC সোশ্যাল ইমপ্যাক্ট হল একটি বিশ্বব্যাপী আন্দোলন যা বিশ্বকে একটি ভাল জায়গা করে তোলার জন্য প্রয়াসী। প্রতিকূলতার সম্মুখীন ব্যক্তিদের ক্ষমতায়নের জন্য এনজিও এবং এনপিওগুলির সঙ্গে DLC সচেষ্ট।
Paresh Adhikari: দীর্ঘক্ষণ জেরার পরেও নিস্তার নেই, শনিবার ফের নিজাম প্যালেসে তলব করা হল পরেশ অধিকারীকে
Book: ফুটপাতে জনগণের জন্য ফ্রিজ বসিয়েছেন, এবার তৌসিফের লক্ষ্য বাস স্টপে বুক শেলফ
KMC: শহরের বহুতলে স্পট মিউটেশন শুরু করবে কলকাতা পুরসভা
Nirmal Majhi: রোগী কল্যাণ সমিতিতে নির্মল মাজির জায়গায় এলেন সুদীপ্ত রায়