আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে শহর কলকাতা ও শহরতলিতে একতলা বাড়ি রয়েছে এমন বাড়ি খুবই কম।
যার ফলে রান্নার গ্যাসের সিলিন্ডার ওঠানামা করাতে সমস্যা হয়। তাই সকলের সুবিধার্থে এবার বাজারে এল কম্পোজিট সিলিন্ডার। বর্তমানে কলকাতায় সিলিন্ডার প্রতি দাম ৯২৬ টাকা। সরকার ভর্তুকি দেয় প্রায় ২০ টাকা। কম্পোজিট সিলিন্ডারে সরকারি ভর্তুকি না পেলেও দাম কম। সবচেয়ে বড় সুবিধা আপনি চাইলে ৫ কেজি, ১০ কেজি গ্যাসের সিলিন্ডারও কিনতে পারবেন। লোহার সিলিন্ডারের থেকে এটি অনেক হালকা। আরও এক সুবিধা হল বাইরে থেকেই কতটা গ্যাস রয়েছে তা দেখতে পারবেন। যার ফলে আগে থেকে অন্য গ্যাস মজুত রাখার কোনও দরকার নেই। প্রয়োজন মতো কিনতে পারবেন।
আরও পড়ুন: বন্ধের বিরোধিতা, কিন্তু সপ্তাহে দু’দিন নবান্ন বন্ধ! রাজ্যের ‘দ্বিচারিতা’ নিয়ে তোপ শুভেন্দুর
এলিপিজি সিলিন্ডারের ক্ষেত্রে যেমন প্রতি মাসে দাম পরিবর্তিত হয়, এক্ষেত্রেও তাই। যাঁরা নতুন গ্যাস নেবেন তাঁদের ১০ কেজি কম্পোজিট সিলিন্ডারের জন্য ৩ হাজার ৩৫০ টাকা ও ৫ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে ২ হাজার ১৫০ টাকা জমা দিতে হবে। তবে এলিপিজির পুরনো গ্রাহকরা এই সিলিন্ডার নিতে চাইলে আগে সিকিউরিটি বাবদ জমা রাখা ২ হাজার টাকা গ্রাহকদের ফেরৎ দিয়ে দেওয়া হবে। শুধু সেক্ষেত্রে অ্যাডজাস্টেড টাকা দিলেই হবে। এই মাসে ১০ কেজি গ্যাসের দাম ৬৩৩ টাকা ৫০ পয়সা। অর্থাৎ, গাণিতিক হিসেবে যা ১৪.২ কেজি সিলিন্ডারের তুলনায় কিছুটা কম।
Fugitive: বাংলাদেশের ‘নীরব মোদি’ পিকে হালদারের বিপুল সম্পত্তির খোঁজ কলকাতার বুকে!
Roddur Roy: কবি মমতা ব্যানার্জির পুরস্কার নিয়ে অপমানজনক মন্তব্য! রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের
CID: কলকাতায় তিন ভুয়ো কলসেন্টারে হানা সিআইডির, গ্রেপ্তার ২০
Babul Supriyo: কাটল জটিলতা, জয়ের ২৫ দিন পর শপথ নিলেন বিধায়ক বাবুল