আজকাল ওয়েবডেস্ক: এবার বাড়তে চলেছে জামাকাপড় ও জুতোর দাম।
২০২২-এর জানুয়ারি থেকে এই সকল দ্রব্যের ওপরে জিএসটি বাড়াতে চলেছে কেন্দ্র। ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১২ শতাংশ করা হচ্ছে পণ্য ও পরিষেবা কর। গত ১৮ নভেম্বর সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (সিবিআইসি) এই ঘোষণা করে।
সুতিবস্ত্রের কর আগামী জানুয়ারি থেকে ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১২ শতাংশ করা হচ্ছে। এদিকে আগে ১০০০ টাকা মূল্য পর্যন্ত দ্রব্যগুলির ক্ষেত্রে ৫ শতাংশ কর নেওয়া হত। এবার থেকে যে কোনও মূল্যের বস্ত্রের ওপরেই ১২ শতাংশ কর ধার্য করা হবে। এদিকে সিন্থেটিক সুতো, কম্বল, তাঁবু, টেবিলক্লথ ইত্যাদি দ্রব্যের ওপরও ৫ শতাংশ থেকে বাড়িয়ে জিএসটি করা হল ১২ শতাংশ। পাশাপাশি জানুয়ারি থেকে যে কোনও মূল্যের জুতোর ওপরে ১২ শতাংশ কর বসানো হবে।
আরও পড়ুন: ‘শিল্প সম্মেলন করে কত বিনিয়োগ এসেছে?’, অমিতকে চিঠি ক্ষুব্ধ ধনখড়ের
কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে ক্লোদিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (CMAI)-র তরফে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। বিশেষ করে সুতো, প্যাকিং সামগ্রী এবং মালবাহী পণ্যের দাম বৃদ্ধির কারণে বস্ত্রশিল্প ইতিমধ্যেই মুদ্রাস্ফীতির মুখোমুখি। আর এরই মধ্যে কর বৃদ্ধির ফলে এই সব দ্রব্যের দাম আরও বাড়তে চলেছে।
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা