LIC Policy: ২৫১ টাকা বিনিয়োগ করে পেয়ে যান ২০ লক্ষ টাকা! জেনে নিন বিস্তারিত

আজকাল ওয়েবডেস্ক: বিমা করলে সবার আগেই যে নাম মনে আসে তা হল এলআইসি।

আর সেখানেই এবার জীবন বিমা করলে মিলবে মোটা টাকা রিটার্ন। সঞ্চয়ের ক্ষেত্রেও এলআইসি ভাল রিটার্ন দেয়। তেমনই এক পলিসির নাম ‘জীবন লাভ’। এই পলিসিতে ন্যূনতম বিমার পরিমাণ হল দু’লক্ষ টাকা। ১৬ থেকে ২৫ বছরের জন্য এই পলিসি নিজেদের পছন্দ মতো বেছে নিতে পারবেন বিনিয়োগকারীরা। প্রিমিয়াম দেওয়ার মেয়াদ হতে পারে মূলত ১০ বছর ১৬ বছরের মধ্যে। আট বছর থেকে ৫৯ বছর বয়সিরা এই পলিসিতে বিনিয়োগ করতে পারবেন। প্রিমিয়ামের টাকা মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক এবং বার্ষিক ভিত্তিতে দেওয়া যাবে।

আরও পড়ুন:‌ করোনা আক্রান্ত 'গীতশ্রী' সন্ধ্যা মুখার্জি, নিয়ে যাওয়া হচ্ছে অ্যাপোলো হাসপাতালে

এই ‘জীবন লাভ’ পলিসিতে যদি ১৬ বছরের জন্য প্রতিদিন ২৫১.৭০ টাকা করে দেন তাহলে ২৫ বছর পর মিলবে ২০ লক্ষ টাকা। পলিসি চলাকালীন এলআইসি জীবন লাভ প্রকল্পে বিনিয়োগ করা কোনও বিনিয়োগকারীর যদি মৃত্যু হয় তাহলে নমিনিকে বিমার অর্থ প্রদান করা হবে। আর মেয়াদপূর্তি হয়ে গেলে সমস্ত টাকাই বিনিয়োগকারী পেয়ে যাবেন। আর এই জীবন লাভ পলিসি থেকে ঋণ নেওয়ারও সুবিধা রয়েছে। সেই সঙ্গে কর ছাড়েরও সুবিধে রয়েছে। এছাড়াও এই পলিসিতে এলআইসি অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিজেবিলিটি রাইডার রয়েছে। তবে এর জন্য বিনিয়োগকারীকে প্রিমিয়ামের সঙ্গে কিছু অতিরিক্ত টাকা দিতে হবে।

 

আকর্ষণীয় খবর