আজকাল ওয়েবডেস্ক: বুধবার, ২৯ ডিসেম্বর ১৩৪তম বার্ষিক সাধারণ বৈঠকে বসল বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স (BNCCI)।
রাজারহাটের ট্রেড ফেয়ার অডিটোরিয়ামে বৈঠকের জন্য জড়ো হয়েছিলেন সদস্যরা। নতুন বছরে (২০২১–২২) এই সংগঠনের বিভিন্ন পদে কারা থাকবেন, তাঁদের নাম ঘোষণা করা হল।
• ২০২১–২২ সালে BNCCI–এর প্রেসিডেন্ট পদে বসছেন ড. অর্পণ মিত্র। এ মিত্র অ্যান্ড কোম্পানির প্রপরাইটার।
• ২০২১–২২ সালে BNCCI–এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে বসলেন শ্রী দেবাশিস দত্ত। বিজেএস গ্রুপের ডিরেক্টর।
• ২০২১–২২ সালে BNCCI–এর ভাইস প্রেসিডেন্ট পদে বসছেন শ্রী অশোক কুমার বণিক। সোহম ট্রেড লিঙ্ক–এর পার্টনার।
• ২০২১–২২ সালে BNCCI–এর কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন শ্রী মদন মোহন মাইতি। মাইতি পোলট্রিজ প্রাইভেট লিমিটেড–এর ম্যানেজিং ডিরেক্টর।
১৩০ বছরেরও বেশি সময় ধরে শিল্প এবং বাণিজ্যের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করেছে বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বাণিজ্যিক নীতিনির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এই চেম্বার। হাত শক্ত করেছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের।
Police: বয়স্কদের সঙ্গে ভাব জমিয়ে প্রতারণা! নতুন চক্র ধরল কলকাতা পুলিশ
SSC Scam: ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ পার্থ, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মামলা থেকে সরলেন দুই বিচারপতি
SSC: রক্ষাকবচ দিল না হাইকোর্ট, পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে পারবে সিবিআই
East West Metro: বন্ধ হয়ে গেল ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ, কেন?