অতনু প্রজ্ঞানের উপন্যাস ‘আমি আশাবরী’। জীবনসংগ্রামের আখ্যান। অন্ধকারে হারিয়ে যেতে যেতে জীবনে ফিরে আসার গল্প। কেন্দ্রীয় চরিত্রে এক নারী— আশাবরী। অভিজাত পরিবার, শিক্ষা, মেধা, কর্মজীবনের প্রতিষ্ঠার পরেও কেন দাম্পত্য জীবনটুকুকেই কেন্দ্র ভেবে আবর্তিত হবে— সে প্রশ্ন বারবার করেছে নিজেকেই। সমাজ–স্রোতের বিরুদ্ধে গিয়ে নিজেকে খুঁজে পেতে, পায়ের তলার মাটিকে স্পর্শ করতে গিয়ে সে ক্ষতবিক্ষত হয়েছে। একসময় জীবন থেকে পালিয়ে যেতে যেতেও ফিরে এসেছে জীবনে, প্রবল ইচ্ছাশক্তিতে। আশার কথাই শুনিয়েছে ‘আমি আশাবরী’। এই উপন্যাস আশাবরীর। কিন্তু এটিকে নিছক একটি উপন্যাসের খোপে ঢুকিয়ে ফেললে হবে না, এটি একটি স্বর— বিপ্লবী, প্রতিবাদী এক নারীর। মিত্র ও ঘোষ পাবলিশার্স থেকে প্রকাশিত বইটির দাম ৩০০ টাকা। চমৎকার প্রচ্ছদ গড়েছেন সৌজন্য চক্রবর্তী। তবে বইটির আরেকটি বিশেষত্ব, এটির আত্মপ্রকাশ ঘটেছে বন্ধুদের আর্থিক সহায়তায়, যা এক নজিরও বটে।