প্রবন্ধসংগ্রহ • দেবেশ রায় • এবং মুশায়েরা • ৫০০ টাকা
অর্ধশতাধিক কালেরও বেশি প্রবন্ধ লিখছেন তিনি। দেবেশ রায়। কথাসাহিত্য শুধু যে অন্য পথের পথিক তিনি তাই–ই নয়, বাংলা প্রবন্ধেও তিনি খুঁড়েছেন অন্য দৃষ্টির পথ। মূলত শিল্প–সাহিত্য–সংস্কৃতির আলোচনায়। ভাষা এবং ভাবনার বিস্তারে। তারই ভেতর থেকে ২৮টি বেছে নিয়ে এই ‘প্রবন্ধসংগ্রহ’। সেখানে কখনও লিখছেন পঞ্চাশ বছর আগে–পরে কেমনভাবে বদলে যাচ্ছে তারাশংকর পাঠ। লিখছেন কেমনভাবে মানিক বন্দ্যোপাধ্যায় পড়ায় পৌঁছচ্ছেন তিনি। বলছেন কেমনভাবে শম্ভু মিত্রের অভিনয় তাঁকে দিচ্ছিল মহত্ত্বের এক বোধ। আবার এই বইয়ের একপ্রান্তে থাকছে রবীন্দ্রনাথের গান শোনার অনুভব, অন্যপ্রান্তে গ্রামসির তত্ত্বচিন্তাকে বোঝার চেষ্টা। সব মিলিয়ে এ যেন লেখকের চৈতন্যের এক অন্যরকম আত্মজীবনী নির্মাণ। প্রচ্ছদ–রচনায় হিরণ মিত্রের এক অসামান্য ধূসর–কর্ম আভিজাত্য বাড়িয়েছে।