আজকাল ওয়েবডেস্ক: করোনা আর তার ফলে দীর্ঘ লকডাউন।
এর জেরে দীর্ঘদিন বন্ধ ছিল জলসা। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে গোটা দেশ। ফের শুরু হয়েছে মঞ্চ করে নাচগানের অনুষ্ঠান। এবার ভাইরাল হল একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, গুজরাটের এক বিখ্যাত গায়িকা উর্বশী রড্ডিয়া গান গাইছেন। আর তাঁর গানে মুগ্ধ হয়ে একজন তাঁকে টাকা দিয়ে স্নান করাচ্ছেন। বালতিতে করে টাকা তাঁর মাথায় ঢেলে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, আবার তাঁকে কয়েকজন টাকাও ছুড়ে দিচ্ছেন। এসব দেখে উর্বশী কার্যত কিছুক্ষণের জন্য হতচকিতও হয়ে যান। আর হবেন নাই বা কেন? টাকা ছোড়া অবধি ঠিক আছে, তবে বালতিতে করে টাকা ঢালবেন!
উর্বশী গুজরাটের এক নামকরা শিল্পী। গুজরাটি সংগীতের ঘরানা অনেকটাই আলাদা। কিন্তু এদিন যা ঘটল তা রীতিমতো বিস্ময়কর! ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। তবে জানা গিয়েছে, উর্বশী অনুষ্ঠানের পর এই ছড়ানো টাকা গুছিয়ে রাখেন। সেই টাকা দিয়ে কোনও গরীব মেয়ের বিয়েতে দান করেন। যা শুনে উর্বশীর প্রশংসায় পঞ্চমুখ নেট-নাগরিকরা।
আরও পড়ুন: মমতার দিল্লি সফরে চমক? বিজেপি ছেড়ে তৃণমূলে বরুণ গান্ধী! জোর জল্পনা
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান