Durgapuja2022: মডার্ন কলকাতা আজ ফিরে গেলো সত্তর দশকের প্রাচীন পন্থায়

আজকাল ওয়েবডেস্কঃ হাইটেক যুগে  কলকাতার খিদিরপুর ফিরল প্রাচীন পন্থায়।

 রবিবার ছুটির দিনে পাড়ার পাড়ায় বাড়ি বাড়ি ঘুরে পুজোর আমন্ত্রণ বিলি করল খিদিরপুর পল্লী শারদীয়ার পুজো কমিটির উদ্যোক্তারা। পুরনো কোলকাতার সাবেকিয়ানা ঐতিহ্য মেনে আধুনিক কোলকাতার বুকে পুরনো দিনের পুজোর গন্ধ ফেরাচ্ছে খিদিরপুর পল্লী শারদীয়া। রবিবার সকাল সাড়ে এগারোটায় পুজো প্রাঙ্গন থেকে হাতে টানা রিক্সায় এবারের পুজোর আমন্ত্রণ নিয়ে বেরোলেন পুজো উদ্যোক্তারা। রিক্সায় আলপনা ও ফুলের সজ্জা এবং রিক্সা চালকদের  সাজসজ্জার চমক  চমকে দিলো কল্ললিনী কলকাতাকে। শুকনো মুখে নয়। এলাকার প্রতিটি পরিবারকে মিষ্টিমুখ করিয়ে জানানো হলো আমন্ত্রণ। এই আয়োজনে যেন মডার্ন কলকাতা আজ ফিরে গেলো সত্তরের দশকে।

আকর্ষণীয় খবর