আজকাল ওয়েবডেস্ক: কোভিডবিধি ভেঙেছিলেন। আইনভঙ্গের শাস্তি মকুব হল ঠোঁট চাপা চুমুতে। কোনও ছবির দৃশ্য কিন্তু নয়। ঘটনাটি ঘটেছে পেরুর রাজধানী লিমার মিরাফ্লোরেস ব্রডওয়াকে। সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই ঘনিষ্ঠ দৃশ্য। যা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।
স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, ওই যুবতীকে আইন অমান্য করায় শাস্তি বা জরিমানার বদলে চুমু খাওয়ার দাবি করেছিলেন ওই পুলিশ আধিকারিক। তাতেই নাকি মকুব হবে শাস্তি। এরপরেই ওই মহিলা মাঝরাস্তায় দাঁড়িয়ে পুলিশ কর্মীকে জাপটে ধরে একের পর এক চুমুতে ভরিয়ে দেন। এরপরই ওই মহিলা ছাড়া পেয়ে যান। গোটা ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। ইতিমধ্যেই অভিযুক্ত পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। বিভাগীয় তদন্ত শুরু হয়েছে ওই পুলিশকর্মীর বিরুদ্ধে।
যে ভিডিওটি প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে দু–পাশে দুটি গাড়ি দাঁড় করানো রয়েছে। মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন ওই যুবতী এবং পুলিশকর্মী। প্রথমে পুলিশকর্মী ওই যুবতীর অপরাধের জন্য জরিমানা নেওয়ার চেষ্টা করছিলেন। এরপরই ওই পুলিশকর্মী চুমু খেতে শুরু করেন মহিলাকে। এরপরই ওই মহিলা গাড়ি নিয়ে বেরিয়ে যান।