আজকাল ওয়েবডেস্ক: অনেকেই বিভিন্ন দরকারে দপ্তর থেকে ছুটি চান।
কেই বা পারিবারিক কারণে, কিংবা অন্য কোনও ব্যক্তিগত কারণে। কিন্তু এক ব্যক্তি এমন এক কারণ দেখিয়ে ছুটি চেয়েছেন, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
শাহিল নামে একজন টুইটার ব্যবহারকারী সম্প্রতি একটি ছুটির আবেদন জানানো ই–মেল শেয়ার করেছেন। ওই আবেদনপত্রের বয়ানে রয়েছে বিরাট চমক। ওই আবেদনপত্রে লেখা রয়েছে, ‘স্যর, আজ আমার অন্য একটি সংস্থায় ইন্টারভিউ রয়েছে। তাই একটা ছুটির দরকার। সে কারণে ই–মেল করলাম। আশা করি আপনি আমার ছুটি মঞ্জুর করবেন।’ এই টুইটটি দ্রুত গতিতে ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই ১০৮ টি লাইক ও ১১ বার রি–টুইট হয়েছে সেটি। নেটিজেনদের মতে, এই ধরনের ছুটির আবেদনপত্র বিরল। ওই কর্মীর সততায় মুগ্ধ সকলেই। অনেকেই লিখেছেন, ‘এ ধরনের কর্মী সংস্থার কর্মী।’ আবার কেউ কেউ গোটা টিমের প্রশংসা করেছেন। বসের প্রশংসা করেছেন। কারণ, বস ভাল বলেই এভাবে ছুটির আবেদনপত্র লেখার সাহস ওই কর্মীটি পেয়েছেন বলেই মত নেটিজেনদের।
আরও পড়ুন: ত্রিপুরা উপনির্বাচনে তারকা প্রচারকের তালিকায় নাম নেই, বিজেপিতে গুরুত্ব কমছে শুভেন্দুর?
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান