Jalpaiguri: ঝড়ের বেগে উলটো গুনে বিশ্ব রেকর্ড গড়ল জলপাইগুড়ির সৌরভ

আজকাল ওয়েবডেস্ক:‌ মাত্র ৩২ সেকেন্ড ৭২ মিলিসেকেন্ডে ১০০ থেকে ১ অবদি গুনে রেকর্ড গড়ল জলপাইগুড়ি কদমতলা এলাকার বাসিন্দা সৌরভ বাগচী।

ঘটনায় শোরগোল পড়ে গেছে জলপাইগুড়িতে। কদমতলা এলাকার বাসিন্দা সৌরভ বাগচী জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ কলেজের ইংরেজি অনার্সের ছাত্র। ছোট থেকেই তার ইচ্ছে ছিল যে কোনও একটি বিষয়ে রেকর্ড গড়ার। এবার ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড নামে একটি সংস্থায় নিজের নাম একজন বিশ্বরেকর্ড হোল্ডার হিসেবে নথিভুক্ত করতে পেরে খুব খুশি তিনি।

 

আরও পড়ুন: শুক্রবার তৃণমূলের প্রার্থী ঘোষণার সম্ভাবনা, ফিরহাদ-‌সহ চার বিধায়কের টিকিট নিয়ে সংশয়

এদিন সৌরভ বাগচী দাবি করে বলেন, মাত্র ৩২ সেকেন্ড ৭২ মিলিসেকেন্ডে আমি ১০০ থেকে ১ পর্যন্ত কাউন্টডাউন করেছি। এরপর আমার ভিডিও ডকুমেন্ট আমি ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড সংস্থাকে পাঠালে তারা আমাকে জানায় আমি বিশ্বরেকর্ড করেছি। কারণ এর আগে যিনি এই রেকর্ড করেছেন তার সময় লেগেছিল ৩৬ সেকেন্ড। তাই আমাকে ওই সংস্থার পক্ষ থেকে সার্টিফিকেট ও মেডেল দেওয়া হয়েছে। ভবিষ্যতে আমার ইচ্ছা লিমকা ও গিনেস বুকে নাম তোলা। সৌরভের মা চুমকি বাগচী বলেন, ‘‌ও নিজের চেষ্টায় সফল হয়েছে। আমি চাই পড়াশোনার পাশাপাশি ও খেলাতেও সুনাম অর্জন করুক।’‌  

আকর্ষণীয় খবর