আজকাল ওয়েবডেস্ক: টিকটকে ফলোয়ারের সংখ্যা ৬২ হাজার।
ইউটিউব চ্যানেলে ৯০ হাজারের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। ফেসবুকেও লক্ষ লক্ষ মানুষ ফলো করেন এঁকে। না ইনি হলিউডের কোনও নাম করা অভিনেতা বা বিশ্ববিখ্যাত কোনও ফুটবলার নন। ইনি হলেন আপন ভোলা বাবা ভোলানাথের বাহন ষাঁড়। নাম তার অ্যাস্টন। আদতে ষাঁড় হলেও এর আচার আচরণ আর পাঁচটা ষাঁড়ের মতো নয়। উল্টে এর আচরণ একদম ঘোড়ার মতো।
অ্যাস্টনের জন্ম ফ্রান্সের উত্তরে একটি গ্রামে। ওজন প্রায় দেড় টন। অ্যাস্টন সাবিন রোস নামে একজন ঘোড়সওয়ারের অধীনে বেড়ে ওঠে। হয়তো এই কারণেই অ্যাস্টন ষাঁড়ের বদলে ঘোড়ার মতো আচরণ করে। অ্যাস্টনের সোশ্যাল মিডিয়া ম্যানেজার সাবিনের স্বামী ইয়ানিক ক্রিস্টোফার। তিনি অ্যাস্টনের নামে খোলা অ্যাকাউন্টগুলো চালান। প্রায় ৯ বছর আগে সাবিনের একটি পোষ্য ঘোড়া মারা যায়। সেই ঘোড়াটি ২০ বছর ধরে তার সঙ্গী ছিল। তারপর সে হন্যে হয়ে ঘোড়া খুঁজতে থাকে। পছন্দের ঘোড়া না পেয়ে তিনি গরু পালনের সিদ্ধান্ত নেন। পাশের গ্রামের খামার থেকে একটি বাছুর কেনেন তিনি। সেই বাছুরই এখন অ্যাস্টন। ষাঁড়টি ঘোড়ার মতো লাফাতে ও দৌড়াতে পারে। এছাড়াও অন্যান্য ঘোড়ার সঙ্গে প্রতিযোগিতা করে। ষাঁড়টিকে দেখতে দূর–দূরান্ত থেকে ছুটে আসেন বহু মানুষ।
আরও পড়ুন: মেঘনা নদীতে তেলবাহী জাহাজডুবি
Mohammad Shami: গার্হস্থ্য হিংসা মামলায় স্ত্রী হাসিনকে খোরপোশ দিতে হবে, সামিকে নির্দেশ আদালতের
Weather Update: সকাল থেকে শহর মোড়া কুয়াশায়, তাপমাত্রা বাড়ল না কমল?
Hookah Bars: বন্ধ নয়, কলকাতায় চলবে হুক্কা বার, পুরসভার সিদ্ধান্ত বাতিল হাইকোর্টের
Kolkata: বাইপাসের ধারে ফ্ল্যাটের নীচে প্রাক্তন বিমানসেবিকার রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্ত শুরু পুলিশের