অরিজিৎ মন্ডল: নির্বাচনকে কেন্দ্র করে ব্রিগেড প্রচারে তৈরি হয়েছিল প্যারোডি ‘টুম্পা সোনা’।
সেই পথ ধরেই ইসলামপুর পুরভোটের প্রচারে সিপিএমের নয়া অস্ত্র প্যারোডি ‘কমলা’। এই গান প্রকাশ করার সঙ্গে সঙ্গে ইসলামপুর তথা সমস্ত রাজনৈতিক মহলে শুরু হয়েছে কানাঘুষো। এর আগেও রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল ‘টুম্পা সোনা’। এই গানের গীতিকার রাহুল পাল, সঙ্গীতায়োজন করেছেন নিলাজ্ব নিয়োগী, গানে কণ্ঠ দিয়েছেন রিয়া দে এবং গ্রাফিক্স করেছেন পিপাসা পাল।
গানের গীতিকার রাহুল পাল aajkaal.in-কে জানান, ‘ইসলামপুরে সিপিআইএম-এর নির্বাচনী প্রচারের সোশ্যাল মিডিয়ার আহ্বায়ক গৌতম বর্মন আমাকে কল করে বলেন একটি গান বানাতে। তখনই আমার মনে হয় যে প্যারোডি গান সব থেকে বেশি জনপ্রিয় হয় মানুষের কাছে, সেটা মাঠে ময়দানের প্রচার হোক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নির্বাচনী প্রচার হোক। আর তাছাড়া আমাদের আগের গান ‘টুম্পা সোনা’ সাধারণ মানুষের কাছে পৌঁছেছে। যথেষ্ট সাড়া পেয়েছি আমরা আর তাই এবারেও মানুষের কাছে পৌঁছতে এই ‘কমলা’ প্যারোডি। গানের কথা লেখা একেবারে সাধারণ মানুষের কথা তুলে ধরে। আমার মনে হয় এই প্যারোডি শুধু নির্বাচনী প্রচারে মানুষকে টানবে এমনটাই নয়। আবারও ‘টুম্পা সোনা’-র মতো সবার মোবাইলে চলবে।’
আরও পড়ুন: ‘আরেকবার ২০১৮ হলে ২০১৯-ও হবে’, ইঙ্গিতপূর্ণ পোস্ট করে পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি দেবাংশুর
অন্যদিকে, ইসলামপুরের সিপিআইএম-এর নির্বাচনী প্রচারের সোশ্যাল মিডিয়ার আহ্বায়ক গৌতম বর্মন aajkaal.in-কে বলেন, ‘কোভিড আবহে আমরা ডিজিটাল প্রচারের ওপরেই বেশি জোর দিচ্ছি, আর এই ৩ মিনিটের গানের মধ্যে যে কটা কথা আছে তা আমাদের ভোট প্রচারের মূল বক্তব্য। আর মানুষের হাতে হাতে মোবাইল, তাই গানে গানে এই প্যারোডির মধ্যেই আমাদের এবারের পুরভোটে মানুষদের একত্রিত করতে পারব বলে আমার মনে হয়। এবং একদিনে গানটা যে ভাবে ভাইরাল হয়েছে তাতে আমাদের জনপ্রিয়তা বাড়ছে বলেই মনে করছি।’
Debasree Roy: ‘আপাতত রাজনীতিতে নয়’, জানালেন দেবশ্রী
SSC Scam: ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ পার্থ, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মামলা থেকে সরলেন দুই বিচারপতি
Police: বয়স্কদের সঙ্গে ভাব জমিয়ে প্রতারণা! নতুন চক্র ধরল কলকাতা পুলিশ
SSC: রক্ষাকবচ দিল না হাইকোর্ট, পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে পারবে সিবিআই