যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলাকে কেন্দ্র করে গ্রেপ্তার আরও দুই, সোমবারই তোলা হবে আদালতে
যুবভারতীতে বিশৃঙ্খলার জেরে লিওনেল মেসির অনুষ্ঠান ভন্ডুল হয়ে যাওয়ার পর গ্রেপ্তার করা হয়েছিল মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। এবার আরও দু'জনকে গ্রেপ্তার করা হল। ধৃতদের নাম শুভপ্রতিম দে এবং সৌরভ বসু। সোমবারই তাঁদের আদালতে তোলা হবে।
