সোমবার ২০ মে ২০২৪

সম্পূর্ণ খবর

SSC

SSC: আরও জেরা প্রয়োজন, এসএসসি মামলায় এসপি সিনহা-অশোক সাহার ফের সিবিআই হেফাজত

SSC: আরও জেরা প্রয়োজন, এসএসসি মামলায় এসপি সিনহা-অশোক সাহার ফের সিবিআই হেফাজত

RP | ১৭ আগস্ট ২০২২ ২২ : ২৫


আজকাল ওয়েবডেস্ক প্রয়োজন আরও জেরার, এসএসসি মামলায় ফের সিবিআই হেফাজত এসপি সিনহা এবং অশোক সাহার। আরও ৫ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আজ আলিপুর কোর্টের বিশেষ আদালতে শুনানি হয়। সেখানে জামিনের আর্জি খারিজ করে আরও ৫ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ইতিমধ্যে দু'জনকে নিয়ে নিজাম প্যালেসের উদ্দেশে রওনা দিয়েছেন সিবিআই আধিকারিকরা। Partha Chatterjee: আজ ফের জেরা পার্থকে, প্রেসিডেন্সি সংশোধনাগারে ইডি আজ, এসএসসি দুর্নীতি মামলায় এসপি সিনহা এবং অশোক সাহাকে আলিপুর আদালতে তোলা হয়। শুনানি চলাকালীন সিবিআইয়ের আইনজীবী আদালতে সওয়াল করেন, তিনি বলেন, ‘উপদেষ্টা কমিটির চেয়ারম্যান শান্তিপ্রসাদ কোন এক্তিয়ারে চাকরির সুপারিশ করতেন?’ তিনি আরও প্রশ্ন করেন ‘তাঁকে এই ক্ষমতা কে দিয়েছিল?’
সূত্রের খবর, গত কয়েকদিনের তদন্তে সিবিআইয়ের হাতে আরও বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। সিবিআইয়ের দাবি, শান্তিপ্রসাদ বিভিন্ন প্রার্থীদের নাম দিয়ে চিঠি পাঠাতেন। সেই কারণেই শান্তিপ্রসাদের হাতের লেখার নমুনা সংগ্রহ করবে সিবিআই, এবং তাঁর হাতের লেখার সঙ্গে সেইসব চিঠির লেখা মিলিয়ে দেখা হবে। কার নির্দেশে তিনি এই কাজ করতেন সেই উত্তরও জানতে চায় তদন্তকারী সংস্থা। 
রও পড়ুন: :




বিশেষ খবর

নানান খবর

রজ্যের ভোট

নানান খবর



রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া