সোমবার ২০ মে ২০২৪

সম্পূর্ণ খবর

Kunal Ghosh: 'তৃণমূলে ছিলাম,আছি,থেকে যাওয়ার চেষ্টা করব', অভিমানী কুণালের প্রশ্ন 'অগ্নিপরীক্ষা' নিয়ে

Riya Patra | ০১ মে ২০২৪ ২০ : ২১


আজকাল ওয়েবডেস্ক: বুধবার সরগরম রাজ্য রাজনীতি। বেলা গড়াতেই প্রকাশ্যে আসে একটি  বিজ্ঞপ্তি। তাতে জানানো হয় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে কুণাল ঘোষকে অব্যাহতি দিয়েছে দল। স্পষ্ট কোনও কারণ জানা না গেলেও, জল্পনা ছিল, সকালে তৃণমূল ত্যাগী, বর্তমানে বিজেপি প্রার্থী তাপস রায়ের উচ্ছ্বসিত প্রশংসাই কি রয়েছে নেপথ্যে? একই সঙ্গে নজর ছিল এই প্রসঙ্গে কুণাল নিজে কী বলছেন সেদিকেও। 
বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন কুণাল ঘোষ। বক্তব্যে উঠে আসে ক্ষোভ, উঠে আসে অভিমান। নিজেকে দলের "একনিষ্ঠ কর্মী" বলে বারবার মনে করিয়ে দেন দলের প্রতি তাঁর কর্তব্যের কথা, দলের হয়ে তাঁর কাজের কথা। একই সঙ্গে কটাক্ষবাণও ছুঁড়ে দেন। প্রশ্ন তোলেন বিরোধী দলের নেতার সঙ্গে দেখা হলে কি সৌজন্যের পরিবর্তে মারামারি করা উচিত? অভিমানের সুরে জানান, যে বিজ্ঞপ্তি নিয়ে এত চর্চা, সেই অপসারণের চিঠি এখনও তাঁর কাছে গিয়ে পৌঁছয়নি। 
শুরুতেই কুণাল জানান, তাপস প্রশস্তিতে দোষ কোথায় বুঝে উঠতে পারছেন না নিজেই। যেখানে তিনি বক্তব্যে বলেছেন প্রার্থীর নাম সুদীপ ব্যানার্জি, তাঁর হয়েই কাজ করবেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ১৫ মিনিটের বক্তব্যে একাধিক প্রসঙ্গ তুলে আনেন তিনি। উঠে আসে তাপস রায়ের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক প্রসঙ্গ। পাড়ার অনুষ্ঠানে, রক্তদান শিবিরে বিরোধী দলের প্রার্থীর সঙ্গে "মারামারি " করা উচিত ছিল কিনা সেই প্রশ্নও করেন। একই সঙ্গে মনে করিয়ে দিলেন দেবের কথাও। এদিন কুণাল দেব- মিঠুন প্রসঙ্গে টেনে বলেন দেব যখন মিঠুন চক্রবর্ত্তীকে বাবার মতো, গার্জেন বলেন তখন? কুইজ মাস্টার বলে নাম না করে খোঁচা দেন ডেরেককেও। নিজের রাজনৈতিক জীবন, তাঁর অবস্থানের কথা মনে করিয়ে দিয়ে বলেন, দল যেখানে দায়িত্ব দিয়েছে, সেখানে বিরোধীদের একহাত নিয়ে লড়াই করেছেন সর্বত্র। অভিমানী কুণালের প্রশ্ন, "আমাকে অগ্নিপরীক্ষা দিতে হবে? তৃণমূলের লড়াকু কর্মীদের কি রোজ অগ্নিপরীক্ষা দিতে হবে?" 
বক্তব্যে আরও একটি প্রসঙ্গ উত্থাপন করেছেন এদিন কুণাল। এর আগেই তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছিল দলের মুখপাত্র পদ থেকে । এদিন কুণাল বলেন, যেখানে তিনি নিজেই সমাজ মাধ্যমে দলীয় মুখপাত্র বা সাধারণ সম্পাদক পদের কথা উল্লেখ করেননি, সেখানে নতুন করে নোটিশ দেওয়ার কারণ কী? দলের নোটিশের পর থেকে যে কর্মী সমর্থকেরা তাঁর পাশে দাঁড়িয়ে থেকে অজস্র বার্তা দিয়েছেন, সেকথাও উল্লেখ করেন তিনি। সাফ জানান, তিনি কোনও দলবিরোধী কাজ করেননি। তবে এদিনের বক্তব্যে কুণাল ঘোষ আরও একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। কথার মাঝেই বলেন, " আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম, তৃণমূল কংগ্রেসে আছি, তৃণমূল কংগ্রেসে থেকে যাওয়ার চেষ্টা করব। "




বিশেষ খবর

নানান খবর

রজ্যের ভোট

নানান খবর

Bangladesh MP: ‌ভারতে চিকিৎসা করাতে এসে নিখোঁজ বাংলাদেশের এমপি...

MP: ভারতে এসে নিখোঁজ বাংলাদেশ আওয়ামী লীগের এমপি...

RAJBHAVAN: রাজভবনের তিন কর্মীকে ডাকল পুলিশ

Covid Update: ফের বাড়ছে করোনা সংক্রমণ, বাংলায় কেপি.২-তে আক্রান্ত ৩০ ...

Weather Update: কিছুক্ষণেই কলকাতা, উত্তর ২৪ পরগনায় ঝড়বৃষ্টির পূর্বাভাস ...

BAIL: ফের জামিনের আবেদন করলেন জ্যোতিপ্রিয় মল্লিক...

সিপিএম কর্মীকে মারের প্রতিবাদে পাটুলি থানা ঘেরাও সৃজনের...

SSC: রাজ্যের সমস্ত শিক্ষকদের নথি চেয়ে পাঠাল শিক্ষা দপ্তর...

বুড্ডা হোগা তেরা বাপ: ৬০ বছরে ইঞ্জিনিয়ারিং পড়া শুরু ইন্দ্রজিৎ গুহর ...

RIFLE: রাজ্যে এল ১০০০ একে ১০৩ রাইফেল, তুলে দেওয়া হবে জঙ্গলমহলের পুলিশের হাতে ...

TMC: তৃণমূল শিক্ষা সেলের রাজভবন অভিযান ঘিরে ধুন্ধুমার...

HC: ব্যক্তিগত বন্ডে সন্দেশখালির বিজেপি নেত্রী মাম্পি দাসের জামিন...

Suicide: কলকাতায় আত্মঘাতী উঠতি অভিনেত্রী, গ্রেপ্তার অভিনয় শিক্ষক ...

COVID: কলকাতায় ফের করোনার থাবা, এক সপ্তাহে আক্রান্ত ৫...

১৪ জুন পর্যন্ত কোনো পদক্ষেপ নয়, হাইকোর্টে স্বস্তি পেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়...

Kolkata Metro: ভেঙেছে কবি নজরুল মেট্রোর শেড, মেরামতি না হওয়ায় সমস্যার মুখে যাত্রীরা ...

Kolkata HC: ‌‌হাইকোর্টের রায়ে সাময়িক স্বস্তি সন্দেশখালির মাম্পির ...



রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া