শুক্রবার ১০ মে ২০২৪

সম্পূর্ণ খবর

Mumbai-Delhi: দিল্লির কাছে হারে প্লে অফের আশা কমল মুম্বইয়ের

Sampurna Chakraborty | ২৭ এপ্রিল ২০২৪ ২১ : ০৬


আজকাল ওয়েবডেস্ক: শনিবার দিল্লি ক্যাপিটলসের কাছে হারে প্লে অফের স্বপ্ন ধাক্কা খেল মুম্বইয়ের। ফিরোজ শাহ কোটলায় এদিন ১০ রানে হারল হার্দিক পাণ্ডিয়ার দল। জেক ফ্রেজার ম্যাক গার্ক এবং ট্রিস্টান স্টাবাসের দাপটে দিশেহারা দেখায় যশপ্রীত বুমরা অ্যান্ড কোম্পানিকে। এই দু"জনের দাপটে নির্ধারিত ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৫৭ রান তোলে দিল্লি। জবাবে ৯ উইকেটে ২৪৭ রানে শেষ করে মুম্বই। তিলক বর্মা এবং টিম ডেভিড লড়াই করলেও সেটা যথেষ্ট ছিল না। আইপিএলে ষষ্ঠ হার মুম্বইয়ের। ৯ ম্যাচে ৬ পয়েন্ট হার্দিকদের। নেট রানরেট -০.২৬১। অন্যদিকে ১০ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করে পাঁচ নম্বরে উঠে এল দিল্লি। এখনও প্লে অফের লড়াইয়ে টিকে থাকলেও পথ কঠিন হল মুম্বইয়ের। হার্দিকদের বাকি সবকটা ম্যাচ জিততে হবে। গ্রুপের শেষ পাঁচটা ম্যাচ জিতলে মুম্বইয়ের পয়েন্ট দাঁড়াবে ১৬। যা কোয়ালিফাই করার জন্য যথেষ্ট হতে পারে। অবশ্য সেটার কোনও গ্যারান্টি নেই। প্রথম চারে জায়গা পেতে বাকিদের রেজাল্টের দিকেও তাকিয়ে থাকতে হবে। 

এদিন টসে জিতে দিল্লিকে ব্যাট করতে পাঠান হার্দিক। দুর্দান্ত শুরু করেন জেক ফ্রেজার। তাঁকে সঙ্গ দেন অভিষেক পোড়েল। দিল্লির নতুন ওপেনিং জুটি প্রথম উইকেটে ১১৪ রান যোগ করে। তারমধ্যে সিংহভাগ রান ফ্রেজারের। আরও একটি অনবদ্য ইনিংস। মাত্র ১৫ বলে অর্ধশতরানে পৌঁছে যান। শেষপর্যন্ত ২৭ বলে ৮৪ রান করে আউট হন। ইনিংসে ছিল ৬টি ছয়, ১১টি চার। ওপেন করতে নেমে ৩৬ রান করেন অভিষেক। রান পান সাই হোপও (৪১)। আগের দিন দুরন্ত ছন্দে থাকা ঋষভ পন্থ এদিন বড় রান পাননি। ১৯ বলে ২৯ করে আউট হন। মুম্বইকে আড়াইশোর গণ্ডি পেরোতে সাহায্য করেন স্টাবস। ২৫ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন। জবাবে ব্যাট করতে নেমে ব্যর্থ মুম্বইয়ের টপ থ্রি। মাত্র ৮ রানে ফেরেন রোহিত শর্মা। দিল্লির বিরুদ্ধে বিরাট কোহলির সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেও তাঁর পারফরম্যান্স দলের কাজে লাগেনি। ২০ এবং ২৬ রানে যথাক্রমে ফেরেন ঈশান কিষাণ এবং সূর্যকুমার যাদব। এদিন ভাল খেলেন হার্দিক পাণ্ডিয়া।‌ ৩টি ছয়, ৪টি চারের সাহায্যে ২৪ বলে ৪৬ রান করেন। দলকে জয়ে ফেরানোর আপ্রাণ চেষ্টা করেন তিলক বর্মা এবং টিম ডেভিড। ৩২ বলে ৬৩ করে রানআউট হন তিলক। ১৭ বলে ৩৭ রানে আউট হন ডেভিড। যার ফলে মাত্র চার রান দূরে থামতে হল। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৭ রানে শেষ করে মুম্বই। ৩ উইকেট নেন রাসিক সালাম এবং মুকেশ কুমার। জোড়া উইকেট খলিল আহমেদের।  



বিশেষ খবর

নানান খবর

রজ্যের ভোট

নানান খবর

সোশ্যাল মিডিয়া