শুক্রবার ১০ মে ২০২৪

সম্পূর্ণ খবর

TheArcArt

এবার সাত দিনেই রিভিউয়ের ফল, নয়া ঘোষণা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের#দক্ষিণবঙ্গ

Kaushik Roy | ২৭ এপ্রিল ২০২৪ ১৯ : ২৮


আজকাল ওয়েবডেস্ক: রিভিউ আর স্ক্রুটিনির ফল মিলবে সাত দিনের মধ্যে। এমনই ঘোষণা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা হচ্ছে ৮ মে। পড়ুয়ারা মার্কশিট হাতে ১০ মে। সংসদ জানিয়েছে, সেদিন থেকেই রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন করা যাবে। এর মধ্যেই যোগ করা হয়েছে তৎকাল পরিষেবা। সাধারণ রিভিউ বা স্ক্রুটিনিতে সময় লাগে ৪৫ দিন। এই তৎকাল পরিষেবায় ফল মিলবে এক সপ্তাহের মধ্যেই। তৎকাল স্ক্রুটিনি বা রিভিউয়ের আবেদনের সময়সীমা থাকছে ১০ তারিখ দুপুর দুটো থেকে ১৩ তারিখ মধ্যরাত পর্যন্ত।

রিভিউ করার অর্থ নতুন করে খাতা মূল্যায়ন করা। তৎকাল স্ক্রুটিনি এবং রিভিউয়ের জন্য মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে সংসদের তরফে। জানানো হয়েছে, তৎকাল স্ক্রুটিনির জন্য দিতে হবে ৮০০ টাকা, অপরদিকে রিভিউর জন্য ৬০০ টাকা। অন্যদিকে, সাধারণ স্ক্রুটিনি করাতে হলে দিতে হবে ১৫০ টাকা, রিভিউ করাতে হলে দিতে হবে ২০০ টাকা। সংসদের তরফে এও জানানো হয়েছে, সাত দিনের মধ্যে ফল প্রকাশ না করতে পারলে সাধারণ রিভিউ এবং স্ক্রুটিনির মূল্য বাদ দিয়ে বাকিটা ফেরত দিয়ে দেবে সংসদ।



বিশেষ খবর

নানান খবর

রজ্যের ভোট

নানান খবর

সোশ্যাল মিডিয়া