শুক্রবার ১০ মে ২০২৪

সম্পূর্ণ খবর

TOXIC JOB: ‘টক্সিক’ চাকরি ছেড়ে ঢোলের তালে নাচলেন পুনের এক যুবক

Sumit | ২৭ এপ্রিল ২০২৪ ১৪ : ০১


আজকাল ওয়েবডেস্ক: আহা কী আনন্দ আকাশে-বাতাসে। চাকরি ছেড়ে দিয়ে এমনই অবস্থা পুনের অনিকেতের। অফিসে টক্সিক পরিবেশ থেকে মুক্তি পেয়ে তিনি এখন আহ্লাদে আটখানা। সেলসে কাজ করতেন অনিকেত। নিজের প্রতিষ্ঠানের বসকে গুডবাই বলেই ঢোলের তালে পা মেলালেন তিনি। বিখ্যাত কনটেন্ট ক্রিয়েটার অনীশ ভগত এটি পোস্ট করেছেন। অনীশের মতে, যেখানে কাজের সুস্থ পরিবেশ থাকে না সেখান থেকে কর্মচারীরা এভাবেই আনন্দের সঙ্গে বিদায় নেন। কাজের জায়গায় টক্সিক কালচার এখন প্রায় নিত্যদিনের ঘটনা হয়েছে। তিন বছরের চাকরি ছেড়ে অনিকেত জানিয়েছেন এই তিন বছরে নিজের বসের কাছ থেকে তিনি বিন্দুমাত্র সম্মান পাননি। কিন্তু একটি মধ্যবিত্ত পরিবার থেকে আসার জন্য এতদিন ধরে কিছুই বলতে পারেনি। কর্মক্ষেত্রে অনিকেতের এই পার্টির আয়োজন করেছিল তাঁর বন্ধুরাই। তাঁরাই ঢোল বাজানো লোকের আয়োজন করেছিলেন। ম্যানেজার বেরিয়ে আসতেই অনিকেত তাঁর হাত ধরে গুডবাই জানান, এরপরই ঢোল বাজতে শুরু করে। সেই তালে নাচতে শুরু করে অনিকেত। ঘটনার জেরে বেশ অস্বস্তিতে পড়ে যায় ম্যানেজার। তিনি অনিকেতকে থামানোর চেষ্টা করেন। কিন্তু বিফল হন। এরপর অনিকেত তাঁর বন্ধুদের সঙ্গে গিয়ে মন্দিরে পুজো দেন। কেক কেটে দিনটিকে উদযাপন করেন তাঁরা। বহুদিন ধরেই জিম ট্রেনার হওয়ার ইচ্ছা ছিল অনিকেতের। এবার তিনি সেই কাজই করবেন। 



বিশেষ খবর

নানান খবর

রজ্যের ভোট

নানান খবর

সোশ্যাল মিডিয়া