শুক্রবার ১০ মে ২০২৪

সম্পূর্ণ খবর

Gautam Gambhir: ফের আম্পায়ারের সঙ্গে ঝামেলায় জড়ালেন গম্ভীর

Sampurna Chakraborty | ২৭ এপ্রিল ২০২৪ ১৩ : ৩২


আজকাল ওয়েবডেস্ক: আবার মেজাজ হারালেন গৌতম গম্ভীর। আরসিবি ম্যাচের পর পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ফের চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন কেকেআরের মেন্টর। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে যায়। কিন্তু কেন আবার মেজাজ হারালেন গম্ভীর? ঘটনাটি ঘটেছে ১৪তম ওভারে। আম্পায়ারের একটি সিদ্ধান্ত মেনে নিতে পারেননি নাইটদের মেন্টর। চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন। রাহুল চাহারের ওভারের শেষ বলে রান নেন আন্দ্রে রাসেল। আশুতোষ শর্মা বলটা মিস করেন। ফাঁকতালে আরও একটি রান নিয়ে নেন রাসেল। কিন্তু তার আগেই আম্পায়ার ওভার শেষ ঘোষণা করে দেওয়ায় সেই সিঙ্গল রান আর স্কোরবোর্ডে যোগ হয়নি। চতুর্থ আম্পায়ার অনিল চৌধুরী ডেড বল ঘোষণা করেন। তার প্রতিবাদ জানান গম্ভীর। উত্তপ্ত হয়ে ওঠে কেকেআরের ডাগআউট। সেখানে হাজির ছিলেন চন্দ্রকান্ত পণ্ডিত এবং শ্রেয়স আইয়ার। নাইটদের কোচও চতুর্থ আম্পায়ারের সঙ্গে কথা বলেন। তবে কোনও লাভ হয়নি। উল্লেখ্য, এই প্রথম নয়, আগের দিনও মেজাজ হারান গম্ভীর। বেঙ্গালুরুর বিরুদ্ধে ১৯তম ওভারের ঘটনা। শেষ দু"ওভারে সুনীল নারিনের জায়গায় রহমতুল্লা গুরবাজকে নামাতে চেয়েছিল কেকেআর। কারণ পায়ের পাতায় চোট পাওয়ায় ফিল্ডিং করতে সমস্য হচ্ছিল নারিনের। কিন্তু নাইটদের আবেদন খারিজ করে দেয় আম্পায়ার। সেই নিয়েই তর্কাতর্কি হয়। 



বিশেষ খবর

নানান খবর

রজ্যের ভোট

নানান খবর

সোশ্যাল মিডিয়া