শুক্রবার ১০ মে ২০২৪

সম্পূর্ণ খবর

Dies: ‌পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেল সপ্তম শ্রেণির ছাত্র#দক্ষিণবঙ্গ

Rajat Bose | ২৭ এপ্রিল ২০২৪ ১৩ : ২৫


মিল্টন সেন, হুগলি:‌ প্রচণ্ড গরম। তাই স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে পুকুরে স্নান করতে নেমেছিল পড়ুয়ারা। আর তাতেই ঘটল বিপত্তি। পুকুরে তলিয়ে মৃত্যু হল এক স্কুল ছাত্রের। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা ১১ টা নাগাদ ভদ্রেশ্বর গভর্নমেন্ট কোয়ার্টার এলাকায়। মৃত ছাত্র দুর্গাময়ী অ্যাকাডেমির বিকাশ বহেরা (১৩)। বাড়ি অ্যাঙ্গাসে। ছাত্রের বাবা কুনা বহেরা ওড়িশার বাসিন্দা, অ্যাঙ্গাস জুটমিলের শ্রমিক। ভদ্রেশ্বরের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল দুর্গাময়ী অ্যাকাডেমির সপ্তম শ্রেণির ছাত্র ছিল বিকাশ। শনিবার অর্ধ দিবস। স্কুল ছুটির আগে কবাডি খেলার ক্লাস হয়। সেই ক্লাস সেরে বিকাশ বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিল। স্কুল থেকে কিছুটা দূরে ভদ্রেশ্বর গভর্নমেন্ট কোয়ার্টারের সুইমিং পুলের পাশে একটি পুকুর রয়েছে। প্রচণ্ড গরমে ওই পুকুরে বন্ধুদের সঙ্গে স্নান করতে নামে বিকাশ। বিকাশের বন্ধু অর্পিত মৌর্য জানায়, খুব গরম ছিল। তাই বন্ধুরা মিলে পুকুরে স্নান করতে নেমেছিল। জানা গেছে, পুকুরে নামতে গিয়ে পা পিছলে একবার পড়ে গিয়েছিল বিকাশ। তাঁকে উপরে টেনে তোলা হয়। তারপর আবার পুকুরে নামে বিকাশ। এবার তলিয়ে যায়। স্থানীয়রা বিকাশকে উদ্ধার করে স্থানীয় অঙ্কুর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় বিকাশের পরিবারের সদস্যরা। ঘটনায় শোকের ছায়া অ্যাঙ্গাস চত্বরে। ছাত্রের পরিবারের এক সদস্য সুকান্ত নায়েক জানায়, বিকাশ অল্প সাঁতার জানত। দু’‌জন ডুবে যাচ্ছিল। একজন সুস্থ আছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে ভদ্রেশ্বর থানার পুলিশ। 







বিশেষ খবর

নানান খবর

রজ্যের ভোট

নানান খবর

সোশ্যাল মিডিয়া