শুক্রবার ১০ মে ২০২৪

সম্পূর্ণ খবর

SNU: ‘তিন কবির সুরের ধারা’

Sumit | ২৭ এপ্রিল ২০২৪ ১২ : ৫৮


আজকাল ওয়েবডেস্ক: অতুল প্রসাদ সেন, দ্বিজেন্দ্রলাল রায় এবং রজনীকান্ত সেন। এই তিন কালজয়ী সুরস্রষ্টার গান নিয়ে কর্মশালা। যার শিরোনাম তিন কবির সুরের ধারা। অতুন প্রসাদ সেনের ১৫৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই কর্মশালার আয়োজন করেছিল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির পারফর্মিং আর্ট বিভাগ। কর্মশালায় প্রধান শিক্ষক ছিলেন নূপুর চন্দ ঘোষ। তিনি হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতে পণ্ডিত এ কাননের কাছে প্রশিক্ষণ নিয়েছিল দীর্ঘদিন। দুই দশক ধরে এই তিন সুরস্রষ্টার গান নিয়ে তিনি কাজ করেছেন। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় বলেন, আমাদের মূল উদ্দেশ্য হল আগামী প্রজন্মের কাছে এই তিন কবি, সুরকার এবং গায়কের সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরা। সিলেবাসের পাশাপাশি ছাত্রছাত্রীদের বিভিন্ন কর্মশালা, সেমিনারের মাধ্যমে একত্রিত হওয়া উচিত। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে।



বিশেষ খবর

নানান খবর

রজ্যের ভোট

নানান খবর

সোশ্যাল মিডিয়া