শুক্রবার ১০ মে ২০২৪

সম্পূর্ণ খবর

TheArcArt

Joint Entrance Exam: প্রত্যেক কেন্দ্রে রাখতে হবে জেনারেটর-ওআরএস, রবিবার জয়েন্টের আগে নির্দেশিকা বোর্ডের#দক্ষিণবঙ্গ

Kaushik Roy | ২৭ এপ্রিল ২০২৪ ১২ : ১৩


আজকাল ওয়েবডেস্ক: রবিবার রাজ্যজুড়ে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। আর তীব্র গরমে পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে প্রতিটি পরীক্ষাকেন্দ্রকে পর্যাপ্ত জলের পাশাপাশি ওআরএস মজুত রাখার নির্দেশ দিয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। শুধু তাই নয় প্রত্যেক কেন্দ্রে জেনারেটর রাখার কড়া নির্দেশ দেওয়া হয়েছে বোর্ডের তরফে। বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা জানিয়েছেন, গরমে জেনারেটরের ব্যবস্থা রাখতেই হবে। কারেন্ট অফ হয়ে গেলে যাতে পরীক্ষার্থীদের অসুবিধা না হয়।

পর্যাপ্ত জলের ব্যবস্থাও রাখতে বলা হয়েছে। সকাল ১১টা থেকে জয়েন্টের গণিত পরীক্ষা। ১০টার পর থেকে প্রয়োজন বাইরে বেরোতে বারণ করা হয়েছে তাপপ্রবাহের জন্য। সে কারণেই পরীক্ষার্থীদের বলা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব কেন্দ্রে চলে যাওয়ার জন্য। প্রথম পত্রের পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। ফিজিক্স এবং কেমিস্ট্রি শুরু হবে দুপুর দুটো থেকে। চলবে বিকেল ৪টে পর্যন্ত। পরীক্ষা নেওয়া হবে ৩৮৮টি কেন্দ্রে। এবারে মত আবেদনকারীর সংখ্যা ১ লক্ষ ৪২ হাজার ৬৯২ জন।



বিশেষ খবর

নানান খবর

রজ্যের ভোট

নানান খবর

সোশ্যাল মিডিয়া