শুক্রবার ১০ মে ২০২৪

সম্পূর্ণ খবর

Taiwan:‌ ফের ভূমিকম্প তাইওয়ানে, ক্ষয়ক্ষতি হল কতটা?‌

Rajat Bose | ২৭ এপ্রিল ২০২৪ ০৯ : ২৫


আজকাল ওয়েবডেস্ক:‌ ফের ভূমিকম্প তাইওয়ানে। শনিবার মধ্য রাতে তাইওয়ানের পূর্বে অবস্থিত হুয়ালিয়েন প্রদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১। কম্পনের মাত্রা এতটাই তীব্র ছিল যে তাইওয়ানের রাজধানী তাইপেই অবধি কম্পন অনুভূত হয়েছে। ভূপৃষ্ঠ থেকে ২৪.৯ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল ছিল। এর আধ ঘণ্টা পরেই দ্বিতীয় ভূমিকম্প হয়। এবার রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮। প্রথম কম্পনটি ফিলিপিন্স সাগরের গভীরে হয়, দ্বিতীয় কম্পনটির উৎস আবার ছিল হুয়ালিয়েন উপকূল সাগরের ১৮.৯ কিলোমিটার গভীরে। হুয়ালিয়েন ছাড়াও ইলান, নানতুও, হশিনচু, তাইচুং, তাওউয়ান ও নিউ তাইপেই–তেও কম্পন অনুভূত হয়। ভূমিকম্পে এখনও অবধি কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি। প্রসঙ্গত, চলতি মাসে একাধিকবার ভূমিকম্প হয়েছে তাইওয়ানে। 



বিশেষ খবর

নানান খবর

রজ্যের ভোট

নানান খবর

সোশ্যাল মিডিয়া