শুক্রবার ১০ মে ২০২৪

সম্পূর্ণ খবর

সন্দেশখালিতে তল্লাশি সিবিআইয়ের, মেঝে খুঁড়তেই বেরিয়ে এল বিদেশি অস্ত্রশস্ত্র, কার্তুজ#দক্ষিণবঙ্গ

Kaushik Roy | ২৬ এপ্রিল ২০২৪ ২১ : ০২


আজকাল ওয়েবডেস্ক: দিনভর তল্লাশি চালিয়ে সন্দেশখালি থেকে প্রচুর অস্ত্র, কার্তুজ, নথি উদ্ধার করল সিবিআই। বিদেশি আগ্নেয়াস্ত্র ছাড়াও পাওয়া গিয়েছে পুলিশের সার্ভিস রিভলভার। সিবিআইয়ের তরফে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তল্লাশিতে তিনটি বিদেশি রিভলভার, একটি ভারতীয় রিভলভার, কোল্ট সংস্থার তৈরি পুলিশের ব্যবহার করার একটি রিভলভার, বিদেশে তৈরি একটি পিস্তল।

একটি দেশি বন্দুক, ৯ মিলিমিটারের ১২০টি বুলেট, পয়েন্ট ৪৫ ক্যালিবারের ৫০টি কার্তুজ, ৯ মিলিমিটার ক্যালিবারের ১২০টি কার্তুজ, পয়েন্ট ৩৮০ কার্তুজ ৫০টি, ৮টি পয়েন্ট ৩২ কার্তুজ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া নথিপত্রের মধ্যে রয়েছে বেশ কিছু নথি। তার মধ্যে রয়েছে তৃণমূল নেতা শাহজাহানের সচিত্র পরিচয়পত্রও। সিবিআইয়ের অনুমান, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপর হামলার সময় এই অস্ত্রশস্ত্রই ব্যবহার করা হয়েছিল। নিবার্চনের সময় এই সমস্ত অস্ত্র দিয়ে সন্ত্রাস ঘটানোর ছক ছিল বলেই মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।



বিশেষ খবর

নানান খবর

রজ্যের ভোট

নানান খবর

সোশ্যাল মিডিয়া