শুক্রবার ১০ মে ২০২৪

সম্পূর্ণ খবর

T20 World Cup: বিশ্বকাপের দলে নেই বিরাট-হার্দিক! চমক ভারতের প্রাক্তন তারকার সেরা একাদশে

Sampurna Chakraborty | ২৬ এপ্রিল ২০২৪ ১৬ : ১৫


আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপের জন্য নিজের পছন্দের ১৫ জনের দল বেছে নিলেন সঞ্জয় মঞ্জরেকর। আশ্চর্যজনকভাবে সেই দলে নেই বিরাট কোহলি, হার্দিক পাণ্ডিয়া এবং শিবম দুবে। ইরফান পাঠান, বীরেন্দ্র শেহবাগের পর এবার পছন্দের দল বেছে নিলেন ভারতের আরেক প্রাক্তনী। সবাইকে অবাক করে ক্রুনাল পাণ্ডিয়াকে দলে রাখেন তিনি। মঞ্জরেকরের দলে দুই ওপেনার রোহিত শর্মা এবং যশস্বী জয়েসওয়াল। তিন এবং চার নম্বরে সঞ্জু স্যামসন ও সূর্যকুমার যাদব। তাঁর দলে মোট তিনজন উইকেটকিপার জায়গা পেয়েছে। সুযোগ পান ঋষভ পন্থ এবং কেএল রাহুলও। অলরাউন্ডারদের মধ্যে রবীন্দ্র জাদেজা এবং ক্রুনাল পাণ্ডিয়াকে দলে রাখেন। সবাইকে অবাক করে হার্দিক পাণ্ডিয়া এবং শিবম দুবেকে বাদ দেন। স্পিনারদের মধ্যে দলে জায়গা পান কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহাল। প্রধান দুই পেসার যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ। ভারতের প্রাক্তনীর দলে জায়গা পান আবেশ খান এবং মায়াঙ্ক যাদবও। সঞ্জয় মঞ্জরেকর বলেন, "কুলদীপ যাদব সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। বুমরা, চাহালরা সেরা সময়ে যেভাবে বল করেছে, ও এখন তেমনই করছে। ও সম্মান আদায় করে নিচ্ছে। ও নিজের দায়িত্ব পালন করছে। সঠিক সময় উইকেট তুলে নিচ্ছে।" তবে বিরাট কোহলি এবং হার্দিক পাণ্ডিয়ার দলে না থাকা অবাক করেছে সবাইকে। মুম্বইয়ের নেতা ব্যাটে-বলে ফর্মে নেই। তাঁকে না রাখা তাও মানা যায়। তবে আইপিএলে সর্বোচ্চ রান করে কমলা টুপির অধিকারীকে না রাখার কারণ বোঝা যাচ্ছে না। মঞ্জরেকরের দল দেখে অবাক ক্রিকেট পণ্ডিতরাও। 



বিশেষ খবর

নানান খবর

রজ্যের ভোট

নানান খবর

সোশ্যাল মিডিয়া