শুক্রবার ১০ মে ২০২৪

সম্পূর্ণ খবর

Indian Navy: দুই মহিলা অফিসারের নেতৃত্বে সফল ভারতীয় নৌবাহিনীর ট্রান্সওসেনিক অভিযান

Tirthankar Das | ২৬ এপ্রিল ২০২৪ ১৬ : ০৩


আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় নৌ-বাহিনীর ভেসেল আইএনএসভি "তরণী" দু"মাস পর ঐতিহাসিক সমুদ্র সফর শেষে ফিরল গোয়া বন্দরে। এই অভিযানের দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট কমান্ডার দিলনা কে এবং লেফটেন্যান্ট কমান্ডার রূপা এ। ঐতিহাসিক এই যাত্রা শেষ করার পর দেশের প্রথম মহিলা কমান্ডার হিসেবে ইতিহাসের পাতায় নাম নথিভুক্ত করলেন তারা। ২৮শে ফেব্রুয়ারি গোয়া বন্দর থেকে শুরু হয় যাত্রা "তরণীর" যাত্রা। ভারত মহাসাগর হয়ে মরিশাসের পোর্ট লুইস বন্দরে ২১ মার্চ গিয়ে পৌঁছয় ভারতীয় নৌ-বাহিনীর ভেসেল "তরণী"। পৌঁছনোর পর ঐতিহাসিক এই মুহূর্ত উদযাপন করে মরিশাস উপকূল রক্ষী বাহিনী এবং ভারতীয় হাই কমিশনারের আধিকারিকরা। মরিশাস উপকূল রক্ষী বাহিনী এবং ভারতীয় নৌ-বাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্যই করা হয় এই অভিযান। বর্তমানে এই দুই মহিলা অফিসার নিজেদেরকে প্রস্তুত করছে সেপ্টেম্বর মাসে তাঁদের পরবর্তী অভিযান "সাগর পরিক্রমা-৪" এর জন্য।



বিশেষ খবর

নানান খবর

রজ্যের ভোট

নানান খবর

সোশ্যাল মিডিয়া