শুক্রবার ১০ মে ২০২৪

সম্পূর্ণ খবর

Virat Kohli: দল জিতলেও মন্থর ব্যাটিং নিয়ে সমালোচনার মুখে কোহলি

Sampurna Chakraborty | ২৬ এপ্রিল ২০২৪ ১৫ : ৪৯


আজকাল ওয়েবডেস্ক: ছয় ম্যাচ পরে জয়ে ফিরেছে আরসিবি। রজত পাতিদারের ২০ বলে ৫০ রান পার্থক্য গড়ে দেয়। তাঁর জন্যই দুশো রানের গণ্ডি পেরোয় বেঙ্গালুরু। অধিকাংশ ম্যাচে ব্যর্থ হওয়া আরসিবির বোলিং সাফল্য পায়। ম্যাচের শুরুতেই হায়দরাবাদের ভয়ঙ্কর টপ অর্ডারকে ফিরিয়ে দেয়। জয়ের ফলে খাতায় কলমে প্লে অফের দৌড়ে টিকে থাকলেও বিরাট কোহলির ব্যাটিং চিন্তার কারণ। পাওয়ার প্লের পর মন্থর হয়ে যাচ্ছে আরসিবির প্রাক্তন অধিনায়কের রান তোলার গতি। শুরুটা ভাল করেন। পাওয়ার প্লেতে ১৮ বলে ৩২ রান করেন বিরাট। কিন্তু ছয় ওভারের শেষে রান তোলার গতি কমে যায়। পরের ২৫ বলে ১৯ রান করেন। যার মধ্যে একটিও বাউন্ডারি নেই। জয়দেব উনাদকাতের বলে দ্রুত রান তুলতে হিমশিম খান কোহলি। তাই অর্ধশতরানের পর সেলিব্রেট করেননি। এরপর বেশিক্ষণ উইকেটে টিকতেও পারেননি। ৪৩ বলে ৫১ রান করে আউট হন। যার ফলে তাঁর মন্থর ব্যাটিং নিয়ে শুরু হয় সমালোচনা। বিরাটের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন ওঠে। সামনেই টি-২০ বিশ্বকাপের দল নির্বাচন। তার আগে নির্বাচকদের কতটা সন্তুষ্ট করতে পারলেন কোহলি, সেই নিয়ে প্রশ্ন আছে। চেষ্টা সত্ত্বেও মাঝের ওভারগুলোতে স্লো ব্যাট করেন বিরাট, যার ফলে দলের টেম্পো নষ্ট হয়। চলতি আইপিএলের প্রায় প্রত্যেক ম্যাচে দুশোর ওপর রান উঠছে। সেক্ষেত্রে ইনিংসে আর অ্যাঙ্করের প্রয়োজন লাগে না। ম্যাচের শেষে সানরাইজার্স হায়দরাবাদের কোচ ড্যানিয়েল ভেত্তোরিও সেটাই জানান। বিশ্বকাপ শুরু হতে একমাসের একটু বেশি বাকি। হাতে আর সময় নেই। অল্প সময়ের মধ্যে নিজের খেলার এদিকটা উন্নতি করতে হবে কোহলিকে। 



বিশেষ খবর

নানান খবর

রজ্যের ভোট

নানান খবর

সোশ্যাল মিডিয়া