শুক্রবার ১০ মে ২০২৪

সম্পূর্ণ খবর

MAYAWATI: কেন গরিবদের জীবনের উন্নতি হয়নি ?: মায়াবতী

Sumit | ২৬ এপ্রিল ২০২৪ ১২ : ৫৬


আজকাল ওয়েবডেস্ক: বহুজন সমাজবাদী পার্টির প্রধান মায়াবতী তীব্র আক্রমণ করল বিজেপিকে। তিনি বলেন, দেশের কৃষকদের উন্নতি, গরিবদের সুরাহা, এসসি, এসটি, ওবিসি-দের উন্নতি কিছুই হয়নি। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, দ্বিতীয় দফার ভোট চলছে। তাই দেশবাসীর ভাবা উচিত তাঁরা বিগত দিনগুলিতে কী পেয়েছে ? যে ভাল দিনের আশায় তাঁরা বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসেছিল তাঁদের কপালে তা জোটেনি। কেন এখনও তাঁদের জীবনে এখনও অন্ধকার নেমে রয়েছে। এদিন কংগ্রেসকেও একহাত নেন মায়াবতী। তিনি বলেন, কংগ্রেস বলেছিল গরিবি হঠাও। বিজেপি তাঁদের পথে গিয়েছে। দেশবাসীকে সুস্থ জীবন দিতে ব্যর্থ বিজেপিও। ভোটারদের প্রতি মায়াবতী বলেন, ভয়হীন হয়ে একটি সঠিক সরকার গঠিত হলে দেশ আগামীদিনে উন্নতির পথে যাবে। দেশের ১২৫ কোটি মানুষ রয়েছেন যাঁরা দিনভর কঠোর পরিশ্রম করেন। তাঁরাই পারে দেশকে সঠিক সরকার দিতে।   



বিশেষ খবর

নানান খবর

রজ্যের ভোট

নানান খবর

সোশ্যাল মিডিয়া