শুক্রবার ১০ মে ২০২৪

সম্পূর্ণ খবর

Birbhum: মনোনয়ন বাতিল হল ‌বীরভূমের বিজেপি প্রার্থীর,‌ বিকল্প প্রার্থী কে?‌ #দক্ষিণবঙ্গ

Rajat Bose | ২৬ এপ্রিল ২০২৪ ১২ : ২২


আজকাল ওয়েবডেস্ক:‌ প্রার্থীপদ বাতিল হল বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের। সূত্রের খবর, নো ডিউস সার্টিফিকেট দেখাতে না পারায় মনোনয়ন বাতিল করা হয়েছে প্রাক্তন এই আইপিএস কর্তার। যদিও দেবাশিসের দাবি, সুপ্রিম কোর্টের ছাড়পত্র থাকার পরও মনোনয়নপত্র বাতিল হয়েছে। হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তিনি। এদিকে, বৃহস্পতিবারই বিজেপির তরফে আরও এক প্রার্থী দেবতনু ভট্টাচার্য মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁর মনোনয়ন গৃহীত হয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবারই বীরভূম আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বিজেপির ঘোষিত প্রার্থী দেবাশিস ধর। তার পর থেকে টানা প্রচারও করছিলেন তিনি। কিন্তু তাঁর মনোনয়ন বাতিল হয়ে গেল। সূত্রের খবর, পুলিশের চাকরি ছাড়ার সময় রাজ্য সরকারের ছাড়পত্র পাননি তিনি। অথচ মনোনয়ন দাখিলের সময় সেই ছাড়পত্র জমা দেওয়া জরুরি। রাজ্যের সেই ছাড়পত্র দেখাতে না পারায় তাঁর মনোনয়ন বাতিল হল বলে সূত্রের খবর। 
এদিকে, ২০২১ সালের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন দেবতনু। বিজেপি সূত্রে খবর, এবারের লোকসভা ভোটে বর্ধমান–পূর্ব কেন্দ্রের সাংগঠনিক কাজকর্ম করছিলেন দেবতনু। বুধবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলী, কালনা, কাটোয়ায় সাংগঠনিক বৈঠকেও ছিলেন তিনি। এর পর বৃহস্পতিবারই তাঁকে সিউড়িতে চলে আসতে বলা হয়। ওই দিন তিনি মনোনয়নপত্র জমা দেন।



বিশেষ খবর

নানান খবর

রজ্যের ভোট

নানান খবর

সোশ্যাল মিডিয়া