শুক্রবার ১০ মে ২০২৪

সম্পূর্ণ খবর

Fire: ‌স্বর্ণ ঋণ প্রদানকারী সংস্থার অফিসে আগুন#দক্ষিণবঙ্গ

Rajat Bose | ২৬ এপ্রিল ২০২৪ ১১ : ৪৬


মিল্টন সেন, ‌হুগলি:‌ স্বর্ণ ঋণ প্রদানকারী সংস্থার অফিসে আচমকা আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য চন্দননগরে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পৌঁছয় চন্দননগর থানার বিশাল পুলিশ বাহিনী। জানা গেছে শুক্রবার সকালে জিটি রোড সংলগ্ন চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারের জনবহুল এলাকায় স্বর্ণ ঋণ প্রদানকারী সংস্থার অফিসে আগুন লাগে। জানলা দিয়ে ধোঁয়া বেরোতে দেখে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। আপাতত আগুন নিয়ন্ত্রণে বলে জানিয়েছে দমকল। প্রসঙ্গত, ২০২১ সালের ২১ সেপ্টেম্বর স্বর্ণ ঋণ প্রদানকারী সংস্থার চন্দননগরের এই শাখায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছিল। পুলিশের সঙ্গে গুলির লড়াই হয় ডাকাত দলের। গ্রেপ্তার হয়েছিল বিহারের সেই ডাকাত দল। ২০২৩ সালে ওই ডাকাত দলের সাজা হয় চুঁচুড়া আদালতে।
 
ছবি:‌ পার্থ রাহা





বিশেষ খবর

নানান খবর

রজ্যের ভোট

নানান খবর

সোশ্যাল মিডিয়া