শুক্রবার ১০ মে ২০২৪

সম্পূর্ণ খবর

Bengal Pro T20 League: বেঙ্গল প্রো টি-২০ লিগের সূচিতে বদল, ১১ জুন শুরু হবে টুর্নামেন্ট

Sampurna Chakraborty | ২৫ এপ্রিল ২০২৪ ০০ : ০১


আজকাল ওয়েবডেস্ক: বদলে গেল বেঙ্গল প্রো টি-২০ লিগের উদ্বোধনের দিনে। ১২ জুনের পরিবর্তে ১১ জুন শুরু হবে টুর্নামেন্ট। টি-২০ বিশ্বকাপের জন্যই একদিন এগিয়ে আনা হল। ১২ জুন বিশ্বকাপে ভারতের ম্যাচ আছে। সেই কারণেই দিন বদল করা হল বলে মনে করা হচ্ছে। সিএবি সভাপতি স্নেহাশিস‌ গাঙ্গুলি বলেন, "১১ জুন শুরু হবে টুর্নামেন্ট। প্রথমদিন ছেলেদের একটা ম্যাচ হবে। ১২ জুন থেকে মেয়েদের ম্যাচও শুরু হবে। প্রত্যেক দিন উভয় দলের একটা করে ম্যাচ হবে। চলবে ২৮ জুন পর্যন্ত। টি-২০ বিশ্বকাপ ফাইনালের একদিন আগে শেষ হবে।" ১১ জুন থেকে ইডেনে হবে ছেলেদের ম্যাচগুলো। ১২ জুন থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে খেলবে মেয়েরা। টুর্নামেন্টের সূচি পরে প্রকাশিত করা হবে। তবে বেশিরভাগ দিনই দুটো করে ম্যাচ থাকবে। প্রত্যেক দল একে অপরের বিরুদ্ধে খেলবে। কিন্তু কেন টি-২০ বিশ্বকাপের মধ্যে রাখা হয়েছে এই টুর্নামেন্ট? সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি বলেন, "বিসিসিআইয়ের গাইডলাইন অনুযায়ী ১৫ সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত এইধরনের কোনও টুর্নামেন্ট আয়োজন করা যাবে না। তারপর মেয়েদের এবং ছেলেদের আইপিএল শুরু হয়ে যায়। তাই জুন ছাড়া আমাদের কাছে কোনও বিকল্প ছিল না।" মোট ১৮ দিন ধরে চলবে বেঙ্গল প্রো টি-২০ লিগ। আট ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। মোট ৩১টি ম্যাচ খেলা হবে। 



বিশেষ খবর

নানান খবর

রজ্যের ভোট

নানান খবর

সোশ্যাল মিডিয়া