শুক্রবার ১০ মে ২০২৪

সম্পূর্ণ খবর

Thailand: তীব্র গরমে হিট স্ট্রোকে ৩০ জনের মৃত্যু থাইল্যান্ডে

Riya Patra | ২৫ এপ্রিল ২০২৪ ২৩ : ৫৫


আজকাল ওয়েবডেস্ক: চলতি বছর হিট স্ট্রোকে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে থাইল্যান্ডে। তীব্র তাপপ্রবাহের কারণে নতুন করে সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির সরকার এই সতর্কতা জারি করে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের খবর, রাজধানী ব্যাংককে চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। পর্যটন নগরীটিতে তাপমাত্রা ৫২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে অশঙ্কা করা হচ্ছে। বুধবার সেখানে ৪০.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড হয়েছে।
থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ১ জানুয়ারি থেকে ১৭ এপ্রিল পর্যন্ত দেশটিতে হিট স্ট্রোকে অন্তত ৩০ জন মারা গেছেন। এর আগে ২০২৩ সালে দেশটিতে হিট স্ট্রোকে ৩৭ জনের প্রাণহানি হয়।
থাইল্যান্ডের রোগ নিয়ন্ত্রণ বিভাগের উপ-মহাপরিচালক দিরেক খামপায়েন জানান, সরকারি কর্মকর্তারা বয়স্ক লোকজন এবং যাঁরা স্থুল ও দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভুগছেন, তাদের বাড়িতে থাকা ও পর্যাপ্ত জল পান করার আহ্বান জানিয়েছেন।
থাইল্যান্ডসহ দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলিতে সাধারণত এপ্রিল মাসে আবহাওয়া সবেচেয় গরম থাকে। কিন্তু এল নিনো আবহাওয়া পরিস্থিতির কারণে চলতি বছরে ভয়াবহ আকার ধারণ করেছে।
গত কয়েকদিন ধরে দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ভয়াবহ তাপপ্রবাহ বিরাজ করছে। এমন পরিস্থিতিতে ফিলিপাইনে স্কুলে ক্লাস স্থগিত করা হয়েছে।



বিশেষ খবর

নানান খবর

রজ্যের ভোট

নানান খবর

সোশ্যাল মিডিয়া